দামাস্কাস, ৮ জুনঃ সিরিয়ায় ফের বিমান হামলা শুরু করেছে রাশিয়া। শুক্রবার বিদ্রোহীদের দখলে থাকা ইবলিবে বোমাবর্ষণ করেছে রুশ বিমানবাহিনী। হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি-র। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। মানবাধিকার সংগঠনটির মুখপাত্র রামি আবদুল রহমান জানিয়েছেন, সাম্প্রতিককালে ইবলিবে এতবড়ো বিমান হামলা চালায়নি রাশিয়া। হামলায় বিদ্রোহীদের দখলে থাকা একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।
- Advertisement -
নিহতদের মধ্যে ১১ জন মহিলা ও ৬ শিশু। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তিনি আরও জানান, বোমা হামলায় বিধ্বস্ত গ্রামে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়নি।