বালুরঘাট: বর্তমানে ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। আত্মরক্ষার্থে এবার তাইকোন্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করা হল বালুরঘাটে। রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন মূলত জেলার কন্যাশ্রী মেয়েদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ একাধিক পুলিশ আধিকারিক। জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, কোনও সমস্যায় পড়লে নিজেদের কিভাবে আত্মরক্ষা করা সম্ভব, সে নিয়েই এদিন এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: বিভিন্ন দাবি নিয়ে তপনে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মারকলিপি