রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি-তে কোটি টাকা প্রতারণা, আড়াই মাস পর গ্রেপ্তার অভিযুক্ত

0
665

বাগডোগরা: আড়াই মাস পর গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি (গ্রাহক পরিষেবা কেন্দ্র)-র কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়া যুবক পবিত্র রায়। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ জুন ফাঁসিদেওয়া ব্লকের রাঙ্গাপানিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পালিয়ে যায় সেখানেই কর্মরত পবিত্র। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থানা। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় উপচে পড়ে ভিড়। প্রতারিতরা ক্ষোভ উগরে দেন।

অভিযোগ, প্রায় ১০ বছর থেকে ফাঁসিদেওয়া ব্লক রাঙ্গাপানি সিএসপি’তে টাকা জমা করতেন স্থানীয় বহু গ্রাহক। তবে কখনও তাঁদের পাস বই দেওয়া হত না। এমনকি পাস বই চাইলে লিংক নেই, সার্ভার ডাউন সহ বিভিন্ন অজুহাত দেখানো হত। গ্রাহকদের সন্দেহ হওয়ায় তাঁরা ব্যাংকের শিবমন্দির শাখায় আসেন কত টাকা আছে, তা খোঁজ করতে। ব্যাংক ম্যানেজার জানান, তাঁদের অ্যাকাউন্টে কোনও টাকা নেই। এরপর তাঁরা সিএসপি’তে ফিরে গেলে পালিয়ে যায় দায়িত্বে থাকা যুবক পবিত্র রায়। এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় মাটিগাড়া থানায়। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক সুমিতা লামা বলেছিলেন, ‘বহু কোটি টাকা প্রতারণা হয়েছে বলে মনে হচ্ছে। তবে সঠিক পরিমাণ এখনই বলা সম্ভব নয়।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।