Friday, April 26, 2024
HomeTop NewsAditya Narayan | অনুরাগীর মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় আঘাত! আদিত্য নারায়ণকে...

Aditya Narayan | অনুরাগীর মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় আঘাত! আদিত্য নারায়ণকে তুলোধোনা সমাজমাধ্যমে

এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেট (Internet) মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায়। তারপরই জনসমালোচনার মুখে পড়েন গায়ক।

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ফের বিতর্কের শিরোনামে উঠে এলেন গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি গত রবিবার ছত্তিশগড়ের ভিলাইয়ের এক কলেজের অনুষ্ঠানে গান গাইতে যান আদিত্য। সেখানে গান গাওয়ার সময়ে তিনি হঠাৎই এক অনুরাগীর (Fans) হাত থেকে জোর করে মোবাইলফোন (Mobile Phone) কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেন এবং তাঁর মাথায় মাইক দিয়ে আঘাতও করেন। এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেট (Internet) মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায়। তারপরই জনসমালোচনার মুখে পড়েন গায়ক। তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৭ সালেও এক বিমানবন্দরে একই ধরনের একটি ঘটনায় জড়িয়েছিলেন তিনি।

ভিডিওটি (Video) ভাইরাল হবার পর প্রথম তিনদিন আদিত্য নারায়ণের তরফ থেকে কোনও বক্তব্য শোনা না গেলেও অবশেষে তিনদিন পর এবিষয়ে মুখ খুলেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে গায়ক জানিয়েছেন, ‘সত্যিকথা বলতে, কোনও মন্তব্য নেই। আমি শুধুমাত্র সর্বশক্তিমানের কাছে জবাব দিতে বাধ্য। ব্যস এইটুকুই।’

এর আগে যদিও একটি সাক্ষাৎকারে অনুষ্ঠানের এক আয়োজক বলেন, ‘ওই ছেলেটি কলেজের (College) ছাত্র ছিল না, সে নিশ্চয়ই কলেজের বাইরে থেকে এসেছিল। সে অনবরত আদিত্যর পা ধরে টানছিল। আর তাতে আদিত্য বিরক্ত হচ্ছিল। এমনকি সে বেশ কয়েকবার তাঁর ফোন দিয়ে আদিত্যর পায়ে আঘাতও করেছিল। ঠিক তখনই আদিত্য তাঁর মেজাজ হারিয়ে ফেলেন। এই ঘটনার পরও তিনি ছাত্রদের সঙ্গে প্রায় ২০০টি সেলফি (Selfie) তুলেছেন। এই একটি ঘটনা বাদে পুরো অনুষ্ঠানই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঘটনাটির পরও অনুষ্ঠানটি (Event) আরও দুঘন্টা ধরে চলেছিল। ছাত্রটির যদি কোনও দোষ না থাকত, তবে সে অবশ্যই এগিয়ে এসে প্রতিবাদ জানাত।’ তিনি আরও বলেন, ‘এমনকি দর্শন রাওয়ালও কলেজের অনুষ্ঠানগুলি করা বন্ধ করে দিয়েছেন কারণ এই ধরনের ঘটনা প্রায়শই প্রতিটি শহরে ঘটতে থাকে। জনগন সব কিছুর পেছনে থাকা সত্যিটাকে জানেন না। তাঁরা খালি একটি দিকই দেখতে পান। সে ক্রমাগত আদিত্যকে আঘাত করছিল এবং টানছিল, কী হত যদি আদিত্য পড়ে যেত?’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kumargram | রাস্তা নিয়েও রাজনীতি! নির্মাণ থমকে যাওয়ার আশঙ্কা জয়দেবপুরে

0
কুমারগ্রাম: রাস্তা নিয়ে রাজনীতির জেরে নির্মাণকাজ থমকে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর মৌজার শতাধিক বাসিন্দা। সরকারি উদ্যোগে স্থানীয় অনিল মিঞ্জের বাড়ি থেকে জয়দেবপুর...

Correctional Home | হোমে পাঠালেও শোধরাচ্ছে না খুদেরা, উদ্বেগে পুলিস-প্রশাসন

0
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের এক ঝাঁক খুদে হাত পাকিয়েছে নানা দুষ্কর্মে। তাদের নিয়েই উদ্বেগে রয়েছে পুলিশ ও প্রশাসন। সেই নাবালক গ্যাংয়ের ছিঁচকে চুরিচামারি নিয়ে পুলিশকর্তারা...

Raju Bista | দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উঠল ‘গো ব্যাক’...

0
শিলিগুড়ি: এবার বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ট (Raju Bista)। শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় হঠাৎই তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে বিদায়ী সাংসদকে...

Trafficking | প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের চেষ্টা, পুলিশি তৎপরতায় উদ্ধার কিশোরী

0
শামুকতলা: প্রথমে প্রেম, তারপর পাচার। সম্পর্কের ফাঁদে জড়িয়ে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত এলাকার বছর তেরোর এক কিশোরীকে গুজরাটের পাচারের ছক কষা হয়েছিল। গত...

Islampur | গণতান্ত্রিক উৎসবের আবহে ভোট-বাণিজ্য

0
শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) নাকি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। এমনও শোনা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ব্রিটেন, ব্রাজিল আর...

Most Popular