Friday, March 29, 2024
HomeBreaking NewsAFC Asian Cup | গোলের সুযোগ নষ্টের খেসারত, সিরিয়ার কাছে হেরে এশিয়ান...

AFC Asian Cup | গোলের সুযোগ নষ্টের খেসারত, সিরিয়ার কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের একাধিক সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল ভারতকে (India)। সিরিয়ার (Syria) কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এদিন গ্রুপের শেষ ম্যাচে সুনীলরা হারলেন ০-১ ব্যবধানে। খেলার ৭৬ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন সিরিয়ার ওমর খরিবিন। টানা তিনটে ম্যাচ হেরে এএফসি এশিয়া কাপের (AFC Asian Cup) দ্বিতীয় রাউন্ডে ওঠা হল না ভারতের। ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট।

এএফসি এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এদিন জিততেই হত ভারতকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচেও উজবেকিস্তানের কাছে হার। তৃতীয় ম্যাচেও মুখরক্ষা হল না সুনীলদের। সিরিয়ার কাছে হেরে এএফসি এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত। গত দুই ম্যাচের ফলাফল দেখে সিরিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলতে শুরু করে ভারতীয় ফুটবলাররা। কোচ ইগর স্তিমাচ পরিকল্পনা নিয়েছিলেন, ঘর সামলে আক্রমণে যাওয়া। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা। প্রথমার্ধে সিরিয়ার সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে মাঝ মাঠের দখল নিয়ে নেন সিরিয়ার ফুটবলারেরা। ফলে ছন্দপতন ঘটে সুনীলদের। ছন্নছাড়া হয়ে যায় ভারতীয় দল। সেই সুযোগ কাজে লাগিয়েই ৭৬ মিনিটে গোল করেন ওমর। সুনীলরা গোল করার সুযোগ পাননি, তা নয়। একাধিক সুযোগ নষ্ট করেন তাঁরা। পাল্লা দিয়ে গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করে সিরিয়াও।

সিরিয়ার ফুটবলারদের গতি এবং শরীরিক সক্ষমতার সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারতীয় দল। এদিনের খেলায় যথেষ্টই পরিকল্পনার অভাব লক্ষ্য করা গিয়েছে। এ দিন রেফারির সিদ্ধান্ত নিয়ে খেলার মাঠে মেজাজ হারান কোচ স্তিমাচ। তর্ক জুড়ে দেওয়ায় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular