Friday, April 26, 2024
HomeTop Newsমাঠেই বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, ব্যর্থতার গ্লানি ভুলিয়ে দিল স্ত্রীর আলিঙ্গন

মাঠেই বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, ব্যর্থতার গ্লানি ভুলিয়ে দিল স্ত্রীর আলিঙ্গন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা দশ ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতা হল না ভারতের। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে একরাশ আক্ষেপ রোহিত-কোহলিদের। ম্যাচ শেষে বিষাদের ছায়া লক্ষ্য করা গিয়েছে মাঠ থেকে ভারতের ড্রেসিং রুমেও। ছলছল চোখে মাঠ ছাড়লেন ভারতের ক্রিকেট তারকারা। এই পরিস্থিতিতে ভিআইপি বক্স থেকে মাঠে নেমে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী অনুষ্কা। স্ত্রীকে জড়িয়ে ধরে কিছুক্ষণের জন্য ব্যর্থতার গ্লানি ভুলে যেতে চাইলেন বিরাট কোহলি।

সেমিফাইনালে শতরান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি যখন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন, তখন গর্বিত স্ত্রী অনুষ্কা শর্মা বলেছিলেন, “ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ ঈশ্বরের আশীর্বাদে তোমার ভালবাসা পাওয়ার জন্য। নিজের সততার জোরেই তুমি সবটা অর্জন করেছো এবং করবেও।” বিরাটের এই স্বপ্ন পূরণের সাক্ষী ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। ব্যর্থতাতে স্বামীর পাশেই থাকলেন তিনি। ব্যর্থতার গ্লানি নিয়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথে বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা। বিরাটের চোখও হয়তো তাঁকেই খুঁজছিল। বুকে জড়িয়ে ধরে বিরাটকে ভরসা জোগালেন তিনি। বোঝালেন, এইভাবেই তিনি চিরকাল থাকবেন তাঁর পাশেই। পরাজয়ের গ্লানির মাঝেই হয়তো অনুষ্কার আলিঙ্গণ অনেকটাই মনোবল বাড়িয়েছে বিরাট কোহলির।

এবারের বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচেই ভি আইপি বক্সে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। মেয়ে ভামিকাকে নিয়ে শনিবারই চার্টার্ড বিমানে করে আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন অনুষ্কা। কিছু ক্ষণ পরে সেখানে এসে পৌঁছন আথিয়া শেট্টি, যিনি কেএল রাহুলের স্ত্রী। একে একে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও এসে পৌঁছতে দেখা যায়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বেতের সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা মেটেলির জুলেখার   

0
চালসা: কথায় আছে যে নারী রাধে, সে চুলও বাঁধে। মেটেলি ব্লকের অন্তর্গত বাতাবাড়ির গৃহবধূ বেতের সামগ্রী তৈরি করে আজ স্বাবলম্বী। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল...

নির্বাচন জন্ম দেয় বহু আন্তরিক সম্পর্কেরও

0
শঙ্খনাদ আচার্য কর্মসূত্রে কোচবিহারের বাসিন্দা সুদূর মুর্শিদাবাদের তরুণ, কেনই বা প্রান্তিক মহকুমা শহর দিনহাটার মানুষের জন্য রাতে শোয়ার বিছানা তৈরি করে দেবেন? কেনই বা...

উফ, কী গরম ও বর্ষার ভবিষ্যৎ

0
দেবদূত ঘোষঠাকুর কর্মসূত্রে প্রতিদিন গড়িয়া থেকে নদিয়ার হরিণঘাটা যেতে হয় বিশ্ববিদ্যালয়ের ঠিক করা বাসে। বাম দিকের জানালায় কে বসবেন, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়...

অধীর যুগে কংগ্রেসকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা

0
রূপায়ণ ভট্টাচার্য কোচবিহারের কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে যাবতীয় বিস্ময় গ্রাস করে। কোচবিহার শহরের রেলগুমটির কাছে বাড়ি পিয়ার। রায়গঞ্জে স্কুল-কলেজে...
weather update in west bengal

Weather Report | উত্তর দিনাজপুরে লাল সতর্কতা, আজ পারদ চড়বে আরও

0
সানি সরকার, শিলিগুড়ি: দিন যত গড়াচ্ছে, ততই যেন তেজ বাড়ছে রোদের। তাপপ্রবাহে ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে গৌড়বঙ্গের বড় অংশে (Weather Report)। চড়চড় করে...

Most Popular