Saturday, April 20, 2024
Homeজাতীয়বগটুই: ভিনরাজ্যের প্রতিনিধি দিয়ে তদন্তের ইঙ্গিত সুপ্রিম কোর্টের

বগটুই: ভিনরাজ্যের প্রতিনিধি দিয়ে তদন্তের ইঙ্গিত সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: বগটুই কাণ্ডে ধৃত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেপাজতে। এই মৃত্যুর তদন্ত করছে রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সামলাচ্ছে সিআইডি। এই আবহে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু রহস্যের কিনারা করার যাবতীয় দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিতে নারাজ দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই মর্মে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিশেষ বেঞ্চ। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্তে স্বচ্ছতার প্রয়োজনে ভিনরাজ্যের কোনও পুলিশকর্তাকে নিয়োগ করার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতে শুনানির শুরুতেই বিচারপতি সঞ্জীব খান্না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর তরফে করা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেন। বিচারপতিরা জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই তাঁরা লালন শেখের মৃত্যু রহস্যের কিনারার জন্য সিবিআইকে দায়িত্ব দিতে নারাজ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘মি: রাজু, এখানে ডেথ ইন কাস্টডি হয়েছে৷ আপনি এটাকে কাস্টোডিয়াল ডেথ (পুলিশি হেফাজতে মৃত্যু) মানতে নারাজ৷ আমরা বলছি ডেথ ইন কাস্টডি৷ আত্মহত্যায় এই মৃত্যু হয়েছে কি না দেখতে হবে আমাদের৷ এখানে ফেয়ার ইনভেস্টিগেশন হতে হবে, কোনও একটি দিকে বিশেষ ভাবে ঝুঁকে থাকলে হবে না৷’

এই প্রসঙ্গেই এএসজি এস ভি রাজুর দাবি, ‘আমরাও স্বচ্ছ তদন্ত চাই৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা জানেন, আমাদের নতুন করে বলার কিছুই নেই৷’ রাজুর দাবি খারিজ করে বিচারপতি খান্নার পর্যবেক্ষণ, ‘এখানে রাজনীতি প্রবেশ করছে৷ আমরা হাইকোর্টের নির্দেশে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে প্রয়োজনে পড়শি রাজ্য ওড়িশার কোনও একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছি৷’ এর পরেই সুপ্রিম কোর্টের তরফে নোটিশ জারি করে সব পক্ষের জবাব তলব করা হয়, জানানো হয় এই মামলার পরবর্তী শুনানি হবে ৩০ অক্টোবর৷

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elon Musk India Trip | ভারতে আসার পরিকল্পনা বাতিল ইলন মাস্কের, এক্সে নিজেই জানালেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেসলা কর্তা ইলন মাস্ক(Elon Musk)  বাতিল করলেন ভারত সফর(India Trip)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সঙ্গে একান্ত সাক্ষাৎকার করার কথা...

Dinhata bomb recovered | দিনহাটায় ফের দুটি তাজা বোমা উদ্ধার

0
দিনহাটা: লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার (Cooch Behar) জেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে...

Bison | সাতসকালে মাথাভাঙ্গায় বাইসন হানা, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বুনোকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা...

0
মাথাভাঙ্গাঃ ফের মাথাভাঙ্গা ব্লকে হানা দিল বাইসন। শনিবার সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে। এদিন সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম...

সাধারণের স্কুল আজ ছুটির স্কুলে পরিণত

0
বিদ্যুৎ রাজগুরু লিও টলস্টয় বলেছিলেন, ‘মানুষের অজ্ঞানতার মধ্যে সরকারের শক্তি নিহিত রয়েছে সরকার সেটা জানে। সেজন্য সরকার সত্যিকারের জ্ঞান চর্চার বিরোধিতা করে।’ সেই সংস্কৃতি...

ফেক নিউজ শিল্পে সব পার্টি সমান

0
রূপায়ণ ভট্টাচার্য লতা মঙ্গেশকর, এই জাতীয় কথায় আপনি একদা ভারত-মাতানো গান গেয়েছিলেন ‘ববি’ ছবিতে। তবে ঝুট বলে আর কউয়া কাটে না এ দেশে। হৃষীকেশ মুখার্জি,...

Most Popular