Thursday, April 18, 2024
HomeBreaking News‘ব্রিজভূষণকে গ্রেপ্তার করা উচিৎ’, কুস্তিগিরদের সমর্থনে মোমবাতি মিছিল করে দাবি মমতার

‘ব্রিজভূষণকে গ্রেপ্তার করা উচিৎ’, কুস্তিগিরদের সমর্থনে মোমবাতি মিছিল করে দাবি মমতার

কলকাতা: কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে ফের গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যতদিন না পর্যন্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিবাদ আন্দোলন চলবে। এদিন ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হন মমতা। সেখান থেকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, কুস্তিগিরদের ওপর অত্যাচার হচ্ছে। পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে।

এদিন গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিল করে গান্ধিমূর্তির পাদদেশের দিকে মোমবাতি মিছিল করে তৃণমূল। সামনের সারিতে ক্রীড়াবিদদের রেখে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। আগামীতে কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার কুস্তিগিরদের সমর্থনে হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল করেন মমতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, কৃষ্ণেন্দু রায়, গৌতম সরকার, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য খেলোয়াড়রা। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীকে মমতা নির্দেশ দিয়েছিলেন কুস্তিগিরদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করার। সেই মতো নবান্নে বৈঠক শেষ করে মিছিলে প্ল্যাকার্ড হাতে শামিল হন মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রতিবাদে শামিল হয়েছেন দেশের কুস্তিগিররা। গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্না দিচ্ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা। মঙ্গলবার তাঁরা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত কুস্তিগিররা পদক বিসর্জন দেননি। কৃষক নেতারা গিয়ে তাঁদের আটকে দেন। এরপর কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিনের সময় দিয়েছেন কুস্তিগিররা। এর মধ্যে কোনও ব্যবস্থা না নিলে তাঁরা আরও বড় আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এক নাবালিকা সহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ। যদিও এখনও পর্যন্ত ব্রিজভূষণকে গ্রেপ্তার করার মতো কোনও প্রমাণ পুলিশ পায়নি বলে জানিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Shilpa Shetty | রাজ-শিল্পার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, এক্সে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভার মুখে চরম বিপাকে রাজ-শিল্পা।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’ বাজেয়াপ্ত করল তাঁদের ১০০ কোটি টাকার সম্পত্তি।বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শিল্পার স্বামী...
migrant-worker-bus-accident-in-dinhata

Accident | ভোট দিতে বাড়ি ফেরার পথে উলটে গেল পরিযায়ী শ্রমিকদের বাস, দিনহাটায় জখম...

0
দিনহাটা: ভোট দিতে বাসে করে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার সেই বাস উলটেই জখম(Injured) হলেন অন্তত ৩০ জন পরিযায়ী শ্রমিক(Migrant Worker)। এদিন সকালে ঘটনাটি...

CM Mamata Banerjee | ‘ভাওতাবাজ-জুমলাবাজ’, ইসলামপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ওরা বড় বড় কথা বলে, একটা ভাওতাবাজ, জুমলাবাজ’, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (krishna kalyani) সমর্থনে ইসলামপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

CM Mamata Banerjee | ‘বাংলার বড় গদ্দার মিঠুন চক্রবর্তী’ ইসলামপুর থেকে অভিনেতাকে আক্রমণ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডের সভা মঞ্চ থেকে নাম ধরে তীব্র আক্রমণ করলেন অভিনেতা...
Trinamool posters torn accused BJP

Old Malda | মালদায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

0
পুরাতন মালদা: পোস্টার ছেঁড়া নিয়ে ফের কাঠগড়ায় বিজেপি(BJP)। এবার পুরাতন মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের পোস্টার ছিঁড়ে...

Most Popular