Tuesday, March 19, 2024
HomeBreaking News‘বিশ্রাম নাও’, কর্মসূচির মাঝেই অভিষেককে ফোন মমতার

‘বিশ্রাম নাও’, কর্মসূচির মাঝেই অভিষেককে ফোন মমতার

কলকাতা: টানা জনসংযোগ কর্মসূচি করে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি, পরিবার ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছেন তিনি। দুর্যোগের মধ্যেও কর্মসূচি থেকে সরে দাঁড়াননি। ভাঙা গলা, অসুস্থতার মধ্যেই জনসভা করেছেন। এমন পরিস্থিতিতে তাঁকে কার্যত ‘ধমক’ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন তিনি। দুর্গাপুরের অধিবেশনে খোদ সে কথা জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেক বলেন, ‘নেত্রী ফোন করেছিলেন। উনি বললেন, আবহাওয়া খুব খারাপ। কর্মসূচি দু’একদিন বাদে করতে। আর তোমার গলা ভেঙে গিয়েছে, শরীর খুব খারাপ হয়েছে। কয়েকদিন বিশ্রাম নাও। কিন্তু নেত্রীকে আমি বললাম, রাজনীতির ছাত্র হিসেবে যেটা শিখছি, তা আরও শিখতে চাই। তৃণমূলে নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে।’

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জয়ীদের কি করতে হবে তাও বাতলে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী বুথে বুথে ঘুরছেন। দুয়ারে সরকার নিয়ে যাচ্ছেন। আর পঞ্চায়েত প্রধানের অফিসে গেলাম, তিন ঘণ্টা অপেক্ষা করেও দেখা পেলাম না। ফোন করে পাওয়া গেল না। এসবের মেয়াদ তিন মাস। যদি ভাবেন ভোটের সময় কাজ করব না। নির্দল হয়ে দাঁড়িয়ে যাব। আবার ভোটের পরে কলকাতার কোনও নেতাকে ধরে ঢুকে যাব সেটা হবে না। তাঁকে আমার মৃতদেহের ওপর দিয়ে ঢুকতে হবে। যে তৃণমূল নিজের জীবনকে বাজি রেখে সিপিএমকে উৎখাত করেছিল, সেই তৃণমূল দলের জন্য কাজ করবে। সেটাই নতুন তৃণমূল।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular