Tuesday, April 23, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গফের ধস রানিগঞ্জে, একটু বৃষ্টিতেই বিশালাকার গর্ত, আতঙ্কে শতাধিক পরিবার

ফের ধস রানিগঞ্জে, একটু বৃষ্টিতেই বিশালাকার গর্ত, আতঙ্কে শতাধিক পরিবার

আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুরের ষষ্ঠীতলা এলাকায় বেশ কিছুটা অংশে ধস নামার ঘটনা ঘটে। আর এই ধসে এলাকায় বিশালাকার গর্ত তৈরি হয়েছে। শনিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত এলাকার প্রায় শ’খানেক পরিবার। খবর পেয়েই রবিবার সকালে এলাকায় পৌঁছান সিপিএমের নেতা হেমন্ত প্রভাকর। তিনি বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। রবিবার ছুটির দিন হওয়ায় তিনি বিডিওকে গোটা ঘটনার কথা ম্যাসেজ করে জানিয়ে দেন। সেই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে বেশ কয়েক ঘন্টা আসানসোল শিল্পাঞ্চলের পাশাপাশি রানিগঞ্জে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়। সেই বৃষ্টির ফলে শনিবার রাতে রানিগঞ্জের বল্লভপুরের ষষ্ঠীতলা এলাকায় বিশাল অংশ জুড়ে ধস নামে। এই ধসে বড় কুয়োর মতো গর্ত হয়েছে। যেখানে এই ধসের ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই রয়েছে মনোজ বাউড়ির বাড়ি। মনোজবাবু বলেন, ২০২২ সালে এই এলাকায় একটা বড় ধরনের ধসের ঘটনা ঘটেছিল। তারপরেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এবার নতুন করে আরেকটি জায়গায় বড় আকারে ধস নামলো। এতে এই এলাকার মানুষেরা আতঙ্কিত।

স্থানীয় আরেক বাসিন্দা অনিতা বাউড়ি বলেন, শনিবার রাতে সামান্য ধস হয়েছিল। আমরা আতঙ্কে সারারাত ঘুমোইনি। রবিবার সকালে দেখলাম ঐ এলাকায় ধসটা বেড়েছে। এই ঘটনার কথা জানার পরে রানিগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে। দুজন সিভিক ভলেন্টিয়ারকে এলাকায় পাহারার জন্য বসিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

হেমন্ত প্রভাকর বলেন, গোটা এলাকায় একশোটির মত পরিবার আছে। সকলেই রীতিমতো আতঙ্কে আছেন। বহু বছর আগে এখানে কয়লা তোলা হয়েছিল। মনে করা হচ্ছে ঠিকমতো বালি দিয়ে মাটির নিচে ফাঁকা জায়গা ভরাট করা হয়নি। গত বছরে যে ধস নেমেছিল সেখানে কোনমতেই প্রশাসন মাটি দিয়ে ভরাট করেই দায়িত্ব এড়িয়েছিল। আমি বিষয়টা নিয়ে স্থানীয় বিডিওকে ছুটির দিন থাকায় মেইল করে ব্যবস্থা নেওয়ার জন্য বললাম। সোমবার বিডিও অফিসে যাব। পুলিশ অবশ্য একটা গার্ডওয়াল দিয়ে ঘিরে রেখেছে ও দুজন সিভিক ভলেন্টিয়াররকে বসিয়ে রেখেছে। তবে যেভাবে এখানে ধস নেমেছে তাতে আশপাশের বাড়িগুলো ধসে যেতে পারে বা ফাটল হতে পারে। বিকেল পর্যন্ত এলাকায় ইসিএলের আধিকারিকরা কেউই আসেননি বলে জানা গেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramdev | ‘সংবাদপত্রের বড় বিজ্ঞাপনের মতোই ক্ষমা চেয়েছেন?’ ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনা রামদেবকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সংবাদপত্রের গোটা পাতা জুড়ে যেভাবে বিজ্ঞাপন দিতেন, ক্ষমাপ্রার্থনা চেয়ে কি সেরকম বিজ্ঞাপন দিয়েছেন?’ মঙ্গলবার ঠিক এভাবেই সুপ্রিম কোর্টের (Supreme Court)...

Harishchandrapur | শ্মশানের জমি থেকে মাটি কাটার অভিযোগ, ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ গ্রামবাসীর

0
হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের মদতে শ্মশানের জমি থেকে ব্যাপক হারে মাটি কাটার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরে। গ্রামবাসীরা বারবার ব্লক প্রশাসন থেকে শুরু করে থানা এমনকি ভূমি ও...

SSC scam | ‘সরকারি টাকায় চলবে, সিকিউরিটি নেবে আর কলমের খোঁচায় অন্যের চাকরি খাবে’,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিমকোর্টে...

Rudranil Ghosh | চাকরি বাতিল নিয়ে রুদ্রনীলের কবিতা, বিঁধলেন মুখ্যমন্ত্রীকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রুদ্রনীলের কন্ঠে আম জনতা শুনলো কবিতা। এবারে কবিতার পঙতিতে কাকে বিঁধলেন রুদ্র? তিনি আর কেউ নন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা...

Alipurduar | হনুমান জয়ন্তীতে নির্লিপ্ত নেতারা

0
ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: ভোট যে বড় বালাই! ভোটের গণ্ডি পার হতে গিয়ে রাম-হনুমানের শরণ নিয়েছিলেন নেতারা। রামনবমীতে প্রথম সারিতে অবশ্যই ছিলেন বিজেপি নেতারা। কিন্তু...

Most Popular