Saturday, April 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গWater crisis । জল সমস্যাকে থোড়াই কেয়ার! পানীয় জল দিয়ে চলছে নির্মাণকাজ

Water crisis । জল সমস্যাকে থোড়াই কেয়ার! পানীয় জল দিয়ে চলছে নির্মাণকাজ

ভাস্কর বাগচী, শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা (Water crisis) এখনও সমাধান না হলেও দেদার সেই জল ব্যবহার করা হচ্ছে বহুতল নির্মাণের কাজে। পুরনিগমে শুধু একটু ‘জানাশোনা’ থাকলেই প্রোমোটারের নির্মীয়মাণ ভবনের জন্য এই পানীয় জল ব্যবহার করা কোনও ব্যাপারই নয়। কিছুদিন আগে পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডে এক প্রোমোটারের নির্মাণের ছাদ ঢালাইয়ের জন্য পুরনিগমের পানীয় জলের ট্যাংক ব্যবহার করা হয়েছিল। তখন সেই ঘটনা নিয়ে শহরজুড়ে নিন্দার ঝড় ওঠে।

এই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোডে রাস্তার ধারে থাকা একটি ফাঁকা জমিতে প্রোমোটার বহুতল নির্মাণ (Construction work) শুরু করেছেন। সেই নির্মীয়মাণ বহুতলেও কাজে লাগানো হচ্ছে পুরনিগমের পানীয় জল। এদিন সেখানে গিয়ে দেখা গেল, কিছুদিন আগেই পানীয় জলের সংযোগ নেওয়া হয়েছে। সেই পানীয় জলের পাইপের সঙ্গে বড় পাইপ লাগিয়ে পানীয় জল, নির্মাণকাজের জন্য ব্যবহার করা হচ্ছে।

পুরো ঘটনায় স্তম্ভিত এলাকার অনেকেই। ম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানালেন, প্রোমোটারদের সঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের খাতির থাকার ফলেই তাঁরা খুব তাড়াতাড়ি জলের সংযোগও পেয়ে যান। আবার সেই জল নির্মাণকাজে ব্যবহার করলেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই হয় না। প্রশ্ন উঠেছে, কীভাবে জলের সংযোগ দেওয়া হল? যেখানে অনেক জায়গায় এখনও পানীয় জলের সংযোগ পেতে দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হয়, সেখানে প্রোমোটারের জমি গর্ত করা শুরু হতেই কীভাবে জলের সংযোগ চলে আসে?

পুরো বিষয়টি নিয়ে পুরনিগমের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলছেন অনেকে। কখনও ছাদ ঢালাইয়ের জন্য পানীয় জলের ট্যাংক আবার কখনও নির্মাণকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার মতো ঘটনায় অনেকেই পুরনিগমের একশ্রেণের কর্মীর সঙ্গে প্রোমোটারদের যোগসাজশের অভিযোগ তুলছেন। আর তা না  হলে এইভাবে পানীয় জলের অপচয় হওয়ার কথা নয়। এদিন সকালে সূর্যনগর এলাকায় ওই নির্মাণ অংশে গিয়ে দেখা গেল, পুরনিগমের দেওয়া পাইপের সঙ্গে লম্বা পাইপ লাগিয়ে সেই জল নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।

কেন এইভাবে বারংবার জল সরবরাহ বিভাগ নিয়ে এরকম অভিযোগ উঠছে? ২১ নম্বর ওয়ার্ডের ঘটনার পর মেয়র গৌতম দেব নির্দেশ দিয়েছিলেন, জলের ট্যাংক কেউ ভাড়া নিতে গেলে তাঁকে মুচলেকা দিতে হবে যে, তিনি ওই জল খাওয়ার জন্যই ব্যবহার করবেন। এখন জলের ট্যাংক ভাড়া নেওয়ার ক্ষেত্রে এই ধরনের নির্দেশই পালন করা হচ্ছে। শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদের সদস্য দুলাল দত্ত বলেন, ‘আমার কাছে এই নিয়ে কেউ অভিযোগ করেননি। তবে এখন যখন শুনছি তখন নিশ্চয়ই বিষয়টি নিয়ে খোঁজখবর নেব।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

জঙ্গলের মাঝে জাতীয় সড়ক অবরোধ গজরাজের

0
জঙ্গলের মাঝে শিলিগুড়ি - ডুয়ার্স মুখী  জাতীয় সড়ক অবরোধ করলো গজরাজ। অবরোধের ফলে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে।শনিবার বিকেলে মংপং জঙ্গলের ডুয়ার্স...

Murshidabad | সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যেই নিয়োগ, শক্তিপুর-বেলডাঙা পেল নতুন ওসি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামনবমীতে অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুর (Shaktipur) ও বেলডাঙা (Beldanga) থানার দুই ওসিকে (OC) সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন (Election...

Punjab | মর্মান্তিক! গর্ভবতী স্ত্রীকে বিছানায় বেঁধে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চরম অশান্তির জের। নিজের গর্ভবতী স্ত্রীকে বিছানায় (Bed) বেঁধে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab)...
Want to lose weight? You can eat these items for breakfast

ওজন কমাতে চান? ব্রেকফাস্টে খেতে পারেন এই পদগুলি…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিস বা অন্যান্য কাজের জন্য অনেক সময় খাওয়াদাওয়াও ঠিকঠাক হয় না। এদিকে খাওয়াদাওয়া ঠিকমতো না হলে ওজনের বেড়ে যাওয়ার সম্ভাবনা...

Amit Shah | নেই গাড়ি, রয়েছে কোটি টাকার ঋণ! কত সম্পত্তির মালিক অমিত শা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) গুজরাটের গান্ধিনগর (Gandhi nagar) আসনের বিজেপি প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। শুক্রবারই...

Most Popular