Friday, April 26, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুররায়গঞ্জে শুল্ক দপ্তরের হানা, ৩ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার কাঠমান্ডুর বাসিন্দা

রায়গঞ্জে শুল্ক দপ্তরের হানা, ৩ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার কাঠমান্ডুর বাসিন্দা

রায়গঞ্জ: ৫ কেজি সোনা সহ আন্তর্জাতিক সোনা পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ শুল্ক দপ্তর। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মুন্না শর্মা। বাড়ি নেপালের কাঠমান্ডুতে। ধৃতের কাছ থেকে ১ কেজি ওজনের ৫টি সোনার বাট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ভারতীয় বাজারমূল্য ৩ কোটি টাকা। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মুন্না শর্মা শিলিগুড়ি থেকে বিহারের মোতিহারির উদ্দেশ্যে একটি বেসরকারি বাসে রওনা দেন। তার সঙ্গে ছিল পাঁচ কেজি সোনার বাট। এরপর উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যপুর টোল ট্যাক্সে ওই বাসটিকে আটক করে তল্লাশি চালায় ডালখোলা শুল্ক দপ্তর ও রায়গঞ্জের শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্টের নেতৃত্বে চার সদস্যের টিম। তল্লাশি করার সময় অভিযুক্ত বাস থেকে নেমে পালাতে গেলে ধরে ফেলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এরপর রায়গঞ্জের কর্ণজোড়ায় শুল্ক দপ্তরে নিয়ে এসে দিনভর চলে ম্যারাথন জেরা। ধৃতকে জেরা করেই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের দাবি, ধৃত জানিয়েছে কালো টাকা সাদা করতে পৌঁছে যাচ্ছে প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, চীনে। সেই টাকা ফিরে আসছে সোনা হয়ে। এর সঙ্গে জড়িত রয়েছে নেপাল বাংলাদেশের হুন্ডি কারবারিরা। সীমান্তে এই জন্য কাজ করছে বিশেষ দল। তারাই মোটা কমিশনের মাধ্যমে নগদ টাকা পারাপারের দায়িত্ব নিচ্ছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে শুল্ক ও আয়কর দপ্তরের বিশেষ টিম উত্তরবঙ্গজুড়ে অভিযান চালাচ্ছে। শুল্ক দপ্তরের পাবলিক প্রসিকিউটর আশীষ সরকার বলেন, গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kumargram | রাস্তা নিয়েও রাজনীতি! নির্মাণ থমকে যাওয়ার আশঙ্কা জয়দেবপুরে

0
কুমারগ্রাম: রাস্তা নিয়ে রাজনীতির জেরে নির্মাণকাজ থমকে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর মৌজার শতাধিক বাসিন্দা। সরকারি উদ্যোগে স্থানীয় অনিল মিঞ্জের বাড়ি থেকে জয়দেবপুর...

Correctional Home | হোমে পাঠালেও শোধরাচ্ছে না খুদেরা, উদ্বেগে পুলিস-প্রশাসন

0
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের এক ঝাঁক খুদে হাত পাকিয়েছে নানা দুষ্কর্মে। তাদের নিয়েই উদ্বেগে রয়েছে পুলিশ ও প্রশাসন। সেই নাবালক গ্যাংয়ের ছিঁচকে চুরিচামারি নিয়ে পুলিশকর্তারা...

Raju Bista | দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উঠল ‘গো ব্যাক’...

0
শিলিগুড়ি: এবার বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ট (Raju Bista)। শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় হঠাৎই তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে বিদায়ী সাংসদকে...

Trafficking | প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের চেষ্টা, পুলিশি তৎপরতায় উদ্ধার কিশোরী

0
শামুকতলা: প্রথমে প্রেম, তারপর পাচার। সম্পর্কের ফাঁদে জড়িয়ে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত এলাকার বছর তেরোর এক কিশোরীকে গুজরাটের পাচারের ছক কষা হয়েছিল। গত...

Islampur | গণতান্ত্রিক উৎসবের আবহে ভোট-বাণিজ্য

0
শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) নাকি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। এমনও শোনা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ব্রিটেন, ব্রাজিল আর...

Most Popular