Saturday, April 27, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গদুটি কিডনিই বিকল, প্রাণে বাঁচতে আর্থিক সাহায্যের আর্জি দিনমজুর আলমগীরের   

দুটি কিডনিই বিকল, প্রাণে বাঁচতে আর্থিক সাহায্যের আর্জি দিনমজুর আলমগীরের   

সামসীঃ নাম আলমগীর হোসেন, বয়স ৩৬। দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। বাড়ি মালতীপুর বিধানসভা এলাকার হজরতপুর গ্রামে। দীর্ঘ ১৩ মাস ধরে অসুস্থ।একজন দাতা মিলেছে, কিন্তু তিনি প্রায় দশ লক্ষ টাকা মতো নেবেন। সঙ্গে অপারেশন খরচ আছে। অর্থাৎ সবমিলিয়ে চিকিৎসা খরচ প্রায় কুড়ি লক্ষ টাকার মতো লাগবে। জমি-জায়গা যা ছিল এতদিনে বিক্রি করে ফেলেছেন। তিনি এখন চরম অসহায়। তাঁর পক্ষে এত মোটা অংকের টাকা জোগাড় করা সম্ভবপর নয়। তাই আলমগীরের প্রাণ বাঁচাতে পরিবারের তরফে আর্থিক সাহায্যের আর্জি জানানো হয়েছে।

আলমগীরেরা ছয় ভাই ও দুই বোন। এর মধ্যে দুই ভাই মারা গিয়েছে। বাকি সবাই নিজের নিজের আলাদা সংসার নিয়ে থাকেন। আলমগীরেরও বেশ বড়ই সংসার। স্ত্রী ছাড়াও পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভাবের সংসারে মাধ্যমিকের পরে আর পড়াশোনা করা করা হয়নি। শারিরীক অবস্থা যখন ভালো ছিল তখন দিনমজুরি করে সবার মুখের ভাত টুকু জুটতো। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বছর খানেক ধরে তিনি মজুরিও করতে পারেন না। তার স্ত্রী মমতাজ বেগম বাসা বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে দু’মুঠো অন্ন যোগান দিয়ে চলেছেন। এমতাবস্থায় আলমগীরের আবেদন, কোন স্বেচ্ছাসেবী সংস্থা ও সহৃদয় ব্যক্তি তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ালে তিনি উপকৃত হবেন।

দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় নিজের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর। সে জানায়, বছরখানেক আগে জানতে পারেন তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে। নিম্নবিত্ত পরিবারে পৈতৃক সূত্রে পাওয়া ১০ কাঠা চাষের জমিটুকুও বিক্রি করেছেন চিকিৎসার খরচ জোটাতে গিয়ে। স্ত্রীর অল্পস্বল্প গহনা ও দিনমজুরি করে জমানো কিছু টাকা দিয়ে বছরখানেক ধরে ডায়ালিসিস করছেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। যার জন্য প্রায় খরচ পড়বে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। কারণ একজন কিডনি দাতা পাওয়া গেলেও তিনি ১০ লক্ষের কমে তার কিডনিটি দান করবেন না। ফলে, এত এত খরচ কোথা থেকে আসবে এ নিয়ে রাতের ঘুম উড়েছে আলমগীরের। রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী কার্ডে কিছুটা খরচ কমলেও আরও প্রচুর অর্থের প্রয়োজন তাঁর।

আলমগীর জানান, কিডনি প্রতিস্থাপন করার জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা দরকার। নাহলে অকালে মৃত্যু মুখে পতিত হবেন। তিনি সকলের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Women's vote is for them claimS bjp tmc

কেনাবেচার হাটে উধাও শুধু জীবনের ‘গ্যারান্টি’

0
গৌতম সরকার জিতবে কে? অমুক পার্টি আবার কে! জিতবে কারা? অমুক দাদা, তমুক দিদি আবার কারা! জিতবে কেন? লম্বা ফিরিস্তি হাজির থাকে ঠোঁটের আগায়।...

Manipur | ফের রক্তাক্ত মণিপুর, জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত মণিপুর (Manipur)। জঙ্গি হামলায় শহিদ ২ সিআরপিআফ (CRPF) জওয়ান। আহত আরও ২ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও...
west bengal weather update

West bengal weather update | তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাদ নেই উত্তরবঙ্গও। আবহাওয়া (West bengal weather update) নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের (North...

Earthquake | জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, বড় বিপর্যয়ের ইঙ্গিত?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ান (Taiwan)। তাও আবার পরপর দু’বার। শুক্রবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিনে শক্তিশালী ভূমিকম্প...

IPL-2024 | বেয়ারস্টোর শতরান, শশাঙ্কের বিধ্বংসী ব্যাটিং, কলকাতাকে হারিয়ে ম্যাচ জিতল পঞ্জাব কিংস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় পঞ্জাব কিংসকে ২৬২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই রুদ্ধশ্বাস ম্যাচে আট বল বাকি...

Most Popular