Friday, March 29, 2024
HomeTop NewsDelhi Incident | ব্যস্ত রাস্তায় নমাজ পড়ায় জুটল লাথি! ভিডিও ভাইরাল হতেই...

Delhi Incident | ব্যস্ত রাস্তায় নমাজ পড়ায় জুটল লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড পুলিশকর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত রাস্তায় বসে নমাজ পড়ায় কপালে জুটল পুলিশের লাথি। ঘটনায় অভিযুক্ত দিল্লি পুলিশের এক কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড (Suspend) করা হয়েছে। এই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছে। তারপরই সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়।

জানা গিয়েছে, শুক্রবার দিল্লির ইন্দরলোক এলাকার একটি মসজিদে নমাজ পড়তে অসংখ্য মানুষের জমায়েত হয়েছিল। অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের ভেতরে নমাজ পড়ার সু্যোগ পাননি অনেকে। ফলে জায়গা না পেয়ে পাশে থাকা রাস্তার একধারে বসেই নমাজ পাঠ করছিলেন কয়েকজন। এতে যানজটের (Traffic jam) সৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ। ভিড় সরানোর জন্য নমাজ চলাকালীন মুসলিম ব্যক্তিদের লাথি মারা শুরু করেন ইন্দরলোক এলাকার পুলিশ পোস্টের ইনচার্জের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী। কিছুক্ষণ পরেই এই ঘটনার একটি ৩৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়ে যায়।

এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওই পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে।  এক সাক্ষাৎকারে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ এমকে মিনা জানিয়েছেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও (Investigation) শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular