Thursday, April 25, 2024
HomeBreaking Newsদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ল্যাজেগোবরে ইংল্যান্ড, ২২৯ রানে লজ্জাজনক হারল ব্রিটিশরা   

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ল্যাজেগোবরে ইংল্যান্ড, ২২৯ রানে লজ্জাজনক হারল ব্রিটিশরা   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হার ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপে একেবারে ল্যাজেগোবরে অবস্থা ব্রিটিশদের। এই নিয়ে চার ম্যাচের মধ্যে তারা তিনটিতেই হেরে বসে থাকল। শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ব্রিটিশরা তাদের ওডিআই-এর ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়ল। ২২৯ রানের বিশাল ব্যবধানে হারতে হল ইংল্যান্ডকে।

এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। অসুস্থ থাকায় মাঠে না নামার কারণে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার বদলে নেতৃত্ব দেন এডেন মার্করাম। বাভুমার বদলে কুইন্টন ডি’ককের সঙ্গে ওপেন করতে নামেন রিজা হেন্ডরিক্স। প্রথম ওভারেই আউট হন দক্ষিণ আফ্রিকার ছন্দে থাকা ওপেনার ডি’কক। তার পরে দ্বিতীয় উইকেটে হেন্ডরিক্সের সঙ্গে জুটি বাঁধেন রাসি ভ্যান ডার দাসেন। দ্বিতীয় উইকেটে হয় ১২১ রান। ভ্যান ডার দাসেন ৮টি চারের হাত ধরে ৬১ বলে ৬০ রান করে আউট হন। হেন্ডরিক্স ৩টি ছক্কা এবং ৯টি চারের হাত ধরে ৭৫ বলে ৮৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। মার্করামও ভালো খেলছিলেন। তবে ৪৪ বলে ৪২ করে তিনি আউট হন। রান পাননি ডেভিড মিলার (৫)। দুর্দান্ত ব্যাটিং করেন এনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। ইংল্যান্ডের পেসারদের বেধড়ক পিটিয়েছেন দুই ব্যাটার। ৪০ ওভারের পর থেকেই প্রতি ওভারে বড় রান নিচ্ছিলেন তাঁরা। ক্লাসেন ৬১ বলে শতরান করেন। শেষ ওভারে ৬৭ বলে ১০৯ করে আউট হন ক্লাসেন। হাঁকান ১২টি চার এবং চারটি ছয়। ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন জানসেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ ৩৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের হয়ে রিস টপলি ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাটকিনসন এবং আদিল রশিদ।

৪০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। জনি বেয়ারস্টো (১০), ডেভিড মালান (৬), জো রুট (২) রান পাননি। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। নিরাশ করেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (১৭) এবং অধিনায়ক বাটলারও (১৫)। একই ওভারে তাঁদের দুজনকেই ফেরান জেরাল্ড কোয়েটজি। ৬৮ রানে ৬ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। সেখানেই খেলা শেষ হয়ে যায় ব্রিটিশদের। শেষ পর্যন্ত মাত্র ২২ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। চোট থাকায় নামেননি রিস টপলে। ২২৯ রানে হারে ইংল্যান্ড। প্রোটিয়াদের হয়ে কোয়েটজি তিন উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন এনগিডি এবং মার্কো জানসেন। রাবাডা আর কেশব মহারাজা নিয়েছেন ১টি করে উইকেট।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Polling workers going to the booth, women happy to get job

Lok Sabha Election 2024 | বুথে রওনা ভোটকর্মীদের, দায়িত্ব পেয়ে খুশি মহিলারা

0
শিলিগুড়ি: রাত পোহালেই ভোট(Lok Sabha Election 2024)। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার (ডিসিআরসি) থেকে...

Rabindra Jayanti | আগাম গরমের ছুটিতে অনিশ্চিত রবীন্দ্র জয়ন্তী উদযাপন

0
শিলিগুড়ি: আগাম গরমের ছুটিতে অনিশ্চয়তায় স্কুলের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান। এই বিশেষ দিনটিতে সব স্কুলেই নানারকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তাহলে কি ছুটির মধ্যে...

SSC Verdict | নিয়োগ প্রক্রিয়ায় কি নতুনরা অংশ নিতে পারবেন? জানাল SSC-র চেয়ারম্যান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্ট বালিত করেছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। যার ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন।বৃহস্পতিবার চাকরিহারাদের নিয়ে মুখ...

চিরকুটে লিখতে হয় খাবারের নাম, ‘নিঃশব্দ অর্ডার’ শালবাড়ি ক্যাফেতে

0
পারমিতা রায়, শালবাড়ি: মেনুতে রয়েছে লাপিং ঝোল, রামেন, চিকেন কিমা নুডল সহ আরও নানা পদ। এ ক্যাফে আর পাঁচটা ক্যাফের থেকে আলাদা। এখানে খাবারের...

Arunachal Pradesh Landslide | ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল! চিন সীমান্তবর্তী জাতীয় সড়ক নিশ্চিহ্ন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে ভূমিধস (Arunachal Pradesh Landslide)। চিন সীমান্তবর্তী এলাকার জাতীয় সড়কের একটা বড় অংশ সম্পূর্ণ বিপর্যস্ত। ফলে সে রাজ্যের সঙ্গে...

Most Popular