Thursday, April 25, 2024
HomeTop NewsEve teasing | ইভটিজিংয়ের প্রতিবাদে আক্রান্ত বাবার মৃত্যু, ক্ষোভে পুলিশের গাড়িতে আগুন...

Eve teasing | ইভটিজিংয়ের প্রতিবাদে আক্রান্ত বাবার মৃত্যু, ক্ষোভে পুলিশের গাড়িতে আগুন ইটাহারে

ইটাহারঃ ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ইটাহারের দম্পতি। উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। শনিবার তাঁর দেহ হাটগাছি সংলগ্ন বৃন্দাবাড়ি গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের ও আধাসেনার গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ তিনজনকে আটক করলেও আদালতে তোলা হয় একজনকে। পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানান, ‘খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ৯ এপ্রিল ইটাহারের হাটগাছি সংলগ্ন বৃন্দাবাড়ি গ্রামে মহম্মদ শাহিন আখতার ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন। এরপরেই স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে মারতে শুরু করে। ছেলেকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বাবা সেকেন্দার আলি (৩৫) ও মা আরজেনা বিবি (৩২)। তাঁদের আশঙ্কজনক অবস্থায় প্রথমে গ্রামীণ হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়। দুজনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার জন্যই ওই দম্পতিকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে।

জখম কিশোর জানান, ‘স্থানীয় দুষ্কৃতীরা আমার বোনকে উদ্দেশ্য করে কটূক্তি করে। আমি প্রতিবাদ করলে মারধর করে। আমার মা-বাবাকেও ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে। উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসা চলছিল বাবার। শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। আমরা ইটাহার থানায় ১৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে বাতাসু শেখকে। তার বাড়ি ইটাহারের হাটগাছি পঞ্চায়েতের ধুলোহর গ্রামে। রবিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দুইদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানান, ‘ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারক তদন্তের স্বার্থে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।’

ইটাহার থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি থেকে ওই ব্যক্তির দেহ আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত থাকায় দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ক্ষিপ্ত গ্রামবাসীরা। ঘটনার তদন্ত চলছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বাঘে-হাতি-মানুষে এক ঘাটে জল খাবে কি?

0
  পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় সম্প্রতি মায়াপুরের ইসকন মন্দিরে দুই পোষা হাতি তাদের মাহুতকে আছড়ে মেরেছে। দুই মাহুতই রাভা সম্প্রদায়ের। এরা হয় উত্তরবঙ্গের বা অসমের বাসিন্দা।...

হিগস : নিজস্ব নিয়মে ব্যতিক্রমী বিজ্ঞানী

0
  অতনু বিশ্বাস কিংবদন্তি ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস সম্প্রতি প্রয়াত হয়েছেন ৯৪ বছর বয়সে। আর পাঁচজন বিখ্যাত বিজ্ঞানীর তুলনায় হিগস কিন্তু ছিলেন বেশ আলাদা। বলা...

JDU | দুষ্কৃতীদের হামলা, ভোটের মধ্যেই নীতীশের দলের যুবনেতাকে গুলি করে খুন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহেই খুন বিহারে। মাথায় গুলি করে খুন করা হল নীতীশ কুমারের (Nitish Kumar) দল জনতা...
seized teak wood worth lakhs of rupees

Smuggling | গভীর রাতে পাচারের চক বানচাল, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সেগুন কাঠ

0
চালসা: সেগুন কাঠ পাচারের(Smuggling) ছক বানচাল করল  বন দপ্তর(Forest Department)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই...
weather update in west bengal

Weather Update | দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রা অনেকটাই বেশি। হিট ওয়েভের(Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে সেখানে। এদিকে, উত্তরেও...

Most Popular