Thursday, April 25, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারঅভিভাবকের ভূমিকায় বনকর্তারা, ভাড়া সাশ্রয়ে খুশি রাভারা

অভিভাবকের ভূমিকায় বনকর্তারা, ভাড়া সাশ্রয়ে খুশি রাভারা

শালকুমারহাট: শালকুমারহাট থেকে পলাশবাড়ি যাতায়াতে টোটোভাড়া মাথাপিছু একশো টাকা। সাতদিনে খরচ পড়বে সাতশো টাকা। দিন আনি, দিন খাই রাভাবস্তির পরিবারগুলোর কাছে এই টাকাটা অনেক। তারপরেও তাঁরা স্বস্তিতে রয়েছেন। কারণ শালকুমারহাটের জঙ্গলঘেরা রাভা বনবস্তি থেকে এবার চারজন ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ও বাড়ি ফিরিয়ে আনছেন ‘বনের কাকুরা’। কোনও পরীক্ষার্থী অসুস্থ হলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন তাঁরা। জলদাপাড়া বন দপ্তরের এই ভূমিকায় খুশি অভিভাবকরা।

রাভাবস্তিতে ৮৪টি পরিবারের বসবাস। এই বস্তির বাসিন্দাদের আর্থিক পরিস্থিতি ভালো নয়। একশো দিনের কাজ বন্ধ থাকায় বস্তির অধিকাংশ বাসিন্দাকে দিনমজুরি করতে হয়। এবছর রাভাবস্তি থেকে চারজন মাধ্যমিক পরীক্ষায় বসছে। প্রতিবছরই চার-পাঁচজন করে পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসে। বস্তিতে হাইস্কুল নেই। তাই বস্তির পড়ুয়াদের কেউ শালকুমারহাট হাইস্কুল, কেউ যোগেন্দ্রনগর হাইস্কুলে পড়াশোনা করে। এবার নাসিমা রাভা, রাধিকা রাভার পরীক্ষার সিট পড়েছে যোগেন্দ্রনগর হাইস্কুলে। আর শিলবাড়িহাট হাইস্কুলে রচনা রাভা ও জয়াপ্রদা রাভা পরীক্ষা দিতে যাচ্ছে। খুব সকালে বন দপ্তরের একটি ছোট গাড়িতে বস্তি থেকে চারজনকে তুলে নেওয়া হচ্ছে। প্রথমে পলাশবাড়ি পৌঁছে দুজনকে নামিয়ে দিচ্ছে। পরে বাকি দুজনকে যোগেন্দ্রনগরে নিয়ে যাওয়া হচ্ছে। রচনার কথায়, ‘বন দপ্তরের তরফে গাড়ির ব্যবস্থা করে দেওয়ায় আমাদের যাতায়াত নিয়ে কারও দুশ্চিন্তা থাকছে না। না হলে বস্তি থেকে অনেকটা হেঁটে তারপর টোটোয় করে পরীক্ষাকেন্দ্রে যেতে হত।’ সে জানাল, আর টোটোর ভাড়াও তো একশো টাকা। রোজ এই টাকা দিয়ে যাতায়াত করতে পারত না তারা। বৃহস্পতিবার নাসিমা অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে বন দপ্তর। পরে শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেয় ওই ছাত্রী।

জলদাপাড়া সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার রাজীব চক্রবর্তীর কথায়, ‘মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে রাভাবস্তির চার ছাত্রীকে বন দপ্তরের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। আবার পরীক্ষা শেষে সবাইকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এদিন এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সেখানেই সে পরীক্ষা দেয়।’ বনকর্মীদের পাশাপাশি এই রেঞ্জের শালকুমারহাট বিটের বিট অফিসার সুজিত সরকারও নজরদারির দায়িত্ব সামলাচ্ছেন।

এক ছাত্রীর বাবা বিলন রাভা জানান, বন দপ্তরের গাড়ি করে মেয়েরা যাওয়ায় তাঁরাও নিশ্চিন্ত হয়ে থাকতে পারছেন। সেইসঙ্গে গাড়িভাড়াও লাগছে না। মন্টু রাভা, দেবনাথ রাভার মতো স্থানীয় তরুণরাও বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

জল সেচের জন্য গুনতে হচ্ছে ঘন্টাপ্রতি টাকা, তীব্র গরমে মাথায় হাত চাষিদের

0
ফালাকাটা ও সোনাপুর: প্রখর রোদ দেখে বুধবার সকালেই ঝিঙেখেতে হাজির বংশীধরপুরের চাষি উত্তমকুমার দাস। দেখলেন, মাটি শুকিয়ে গিয়েছে। দু’দিন আগেই জল দিয়েছিলেন। কিন্তু বৃষ্টি...

Fake news | আবারও ভুয়ো খবর! হাতিয়ার সেই উত্তরবঙ্গ সংবাদ

0
শিলিগুড়ি: ফের নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে উত্তরবঙ্গ সংবাদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতাকে হাতিয়ার করে ফায়দা লোটার চেষ্টা। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগেও...

Leopard | চা গাছে জীবাণুনাশক ছেটাতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি, তারপর কী করলেন ভারতী?

0
কালচিনি: মঙ্গলবার পড়ন্ত বিকেলে বাগানের ৮সি সেকশনে অন্য শ্রমিকদের সঙ্গে চা গাছে জীবাণুনাশক ছেটাচ্ছিলেন ভারতী নায়েক মুন্ডা নামে বছর তেইশের এক শ্রমিক। সেই সময়...

SSC Verdict | শ্রম আইনের দোহাই, চাকরি হারাদের বেতন দেওয়ার ঘোষণা শিক্ষা দপ্তরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের আগে বড় চমক রাজ্য সরকারের। মাইনে দেওয়া হবে চাকরিহারাদের।কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের যে ২৫ হাজার ৭৫৩...

Nagen Roy | ভাইরাল ‘চিঠি’তে বিজেপির ইস্তেহারের সমালোচনা, ‘শয়তানের কাজ’ দাবি নগেনের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: সদ্যসমাপ্ত প্রথম পর্বের ভোটে (Lok Sabha Election 2024) উত্তরের তিন আসনে জয়ের দাবিতে সরব তৃণমূল, বিজেপি দুই শিবিরই। রাজনৈতিক নেতা থেকে...

Most Popular