Saturday, April 20, 2024
HomeTop Newsপ্রেমিকার ঘনিষ্ট হয়ে পড়েছিল বন্ধু! শিলিগুড়িতে যুবক খুনের নেপথ্যে সেই আক্রোশ

প্রেমিকার ঘনিষ্ট হয়ে পড়েছিল বন্ধু! শিলিগুড়িতে যুবক খুনের নেপথ্যে সেই আক্রোশ

রাহুল মজুমদার, শিলিগুড়ি: প্রেমিকের বন্ধুকে মন দিয়ে ফেলেছিল যুবতী। আর তারই বদলা নিতে গিয়ে বছর ২০-র যুবককে গুলি করে খুন করল প্রেমিক। শিলিগুড়ির দেবিডাঙ্গায় গুলি করে যুবককে হত্যার তদন্তে নেমে প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিশ।

জানা গিয়েছে, দেবিডাঙ্গার কোয়াটার কলোনী এলাকায় বছর খানেক আগেই এসেছিল ওই যুবতির পরিবার। ওই এলাকাতেই বাড়ি মৃত যুবক এবং অভিযুক্তের। অভিযুক্ত অরুণ মাহানির সঙ্গে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল যুবতির। কিন্তু যুবতি কোয়াটার কলোনীতে আসার পর অরুণের সঙ্গে সম্পর্কে ইতি টেনে অমৃত গোস্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। এরপর থেকেই বারবার অমৃতকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল অভিযুক্ত। দু একবার স্থানীয় অমিও পালচৌধুরি স্কুলের মাঠে ঝামেলাও হয়।

সোমবার রাত ১০.৩০মিনিট নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয় অমৃত। এরপর রাত হলেও বাড়ি না ফেরায় পরিজনেরা খোঁজখবর শুরু করে। অনেকবার ফোন করেও ছেলের কোন খোঁজ মেলেনি। মঙ্গলবার ভোর তিনটের সময় হঠাৎ প্রধাননগর থানার পুলিশ এসে মৃতের বাবা এবং ভাইকে ডেকে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে মৃতের বাবা সুখদেও গোস্বামী  জানতে পারেন ছেলেকে মধ্যরাতে গুলি করে খুন করা হয়েছে।

এই ঘটনা এলাকায় চাউর হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। বাড়িতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়েই এডিসিপি সুভেন্দ্র কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। কিন্তু অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে দফার দফার পথ অবরোধ করে উত্তেজিত জনতা। ঝাটা, বাটাম হাতে রাস্তায় নামেন মহিলারা। যদিও পুলিশ প্রতিক্ষেত্রেই মিনিট দশেকের মধ্যেই অবরোধ তুলে দেয়।

বিকেলের দিকে মৃতদেহ ময়নাতদন্ত করে এলাকায় নিয়ে আসা হয়। ওই সময় গোটা পাড়ার মানুষ রাস্তায় নেমে আসে। এলাকার শান্ত স্বভাবের ছেলেকে শেষ দেখা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে। মৃতের বাবা সুখদেও বলেন,’ছেলেটিকে বারবার মারার হুমকি দিত। বলত দেখে নেবে কিন্তু খুন করে দেবে এটা ভাবিনি।’ এদিকে অভিযুক্তের কাছে দেশী পিস্তল কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন উঠছে এই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পরই থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত অরুণ মাহানি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tufanganj | বেরিয়েছিলেন একসঙ্গে! রায়ডাকের পারে মা’কে পাওয়া গেলেও খোঁজ নেই দেড় বছরের শিশুর...

0
তুফানগঞ্জঃ ছেলেকে নিয়ে রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে পড়লেন মা। সারারাত তল্লাশির পরেও দেখা মেলেনি তাঁদের। বাড়ির কিছু দূরেই রায়ডাক নদী। শনিবার সকালে নদীর...
harishchandrapur laborer died in an accident while digging a septic tank in Kashmir

কাশ্মীরে সেপটিক ট্যাংক খননের কাজে নেমেই বিপত্তি, মৃত্যু হল বাংলার শ্রমিকের

0
হরিশ্চন্দ্রপুর: ভোটের আগে ভিনরাজ্যে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। এবার ঘটনাস্থল কাশ্মীর। নতুন সেপটিক ট্যাংক খননের কাজ করতে নেমে মৃত্যু হল ওই শ্রমিকের।...

NJP | পর্যটক সহায়কদের থেকে ‘কাটমানি’, এনজেপিতে তোলাবাজির নতুন পন্থা

0
শিলিগুড়ি: এনজেপি আছে এনজেপিতেই (NJP)। দিন-দিন যেন তোলাবাজির স্বর্গরাজ্য হয়ে উঠছে গোটা স্টেশন এলাকা। বাম আমলে শুরু হওয়া তোলাবাজির বহর আরও বেড়েছে তৃণমূলের আমলে।...

Mamata Banerjee | ‘ভিক্টর কাঁটা’ সরাতে সোমবার চাকুলিয়া-করণদিঘিতে সভা মমতার

0
অরুণ ঝা, ইসলামপুর: গোয়ালপোখরে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সোমবার আবার চাকুলিয়া (Chakulia) এবং করণদিঘিতে (Karandighi) সভা করতে আসছেন তৃণমূল...

Lok Sabha Election 2024 | জলপাইগুড়ির বুথে একসঙ্গে তিন প্রজন্ম

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: একসঙ্গে ভোট (Lok Sabha Election 2024) দিল তিন প্রজন্ম- ঠাকুমা, বাবা, মেয়ে। সঙ্গে ছিল মা-ও। শুধু এই চারজনই নন, ভোট দিতে...

Most Popular