Friday, April 19, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারGood Friday | প্রার্থনা-ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে গুড ফ্রাইডে পালন উত্তরে

Good Friday | প্রার্থনা-ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে গুড ফ্রাইডে পালন উত্তরে

শামুকতলা ও নাগরাকাটা: প্রার্থনা, ভক্তিগীতি, প্রভু যীশুর বাণী এবং ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলাজুড়ে গুড ফ্রাইডে পালন করা হল। শুক্রবার ফালাকাটা, বীরপাড়া, আলিপুরদুয়ার, শামুকতলা, মহাকালগুড়ি, কুমারগ্রাম, কামাখ্যাগুড়ি, বারবিশা, খোয়ারডাঙ্গা, কালচিনি সহ বিভিন্ন এলাকার প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। চা বাগানের বিভিন্ন চার্চেও এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটি মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবকে পবিত্র শুক্রবার, কালো শুক্রবার, মহান শুক্রবারও বলা হয়।

সাঁওতালপুর মিশনের একটি চার্চের পাস্টার রেভারেন্ড বর্ণাবাস কিস্কু বলেন, ‘গলগথায় যিশু খ্রিষ্টের ক্রুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। জগতের সমস্ত মানুষের মঙ্গলের জন্য প্রভু যীশু যে প্রচণ্ড যন্ত্রণাময় মৃত্যু তিনি হাসিমুখে সহ্য করেছিলেন, সেই আত্মবলিদানকেই সম্মান জানানো হয় এই দিনে।’

এদিন মহাকালগুড়ি মিশন এলাকার পিআইসি, ইউসিএনআই, সেন্থ জোসেফ, সিএনআই সহ প্রতিটি চার্চে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। সাঁওতালপুর সিএনাইচার্চে এদিনের অনুষ্ঠানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পরিচালন কমিটির অন্যতম কর্মকর্তারা জানান, গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার- খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। মানবজাতিকে পাপ থেকে উদ্ধার করতে এদিনই ক্রুশকাঠে আত্মবলিদান দিয়েছিলেন প্রভু যিশু।

জানা যায়, ক্রুশবিদ্ধ অবস্থায় যীশু সাতবার কথা বলেছিলেন। খ্রিস্টানদের জীবনে সেই সাতটি বাণীর গুরুত্ব অসীম। গুড ফ্রাইডেতে প্রতিবছর যিশুর এই সাতবাণী ধ্যান করেন তাঁরা। মহাকালগুড়ি সিএনআই চার্চের পাস্টার রেভারেন্ড প্রদীপ নার্জিনারী জানান, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কী করছে জানে না- ক্রুশ থেকে এটাই ছিল যিশুর প্রথম বাণী। এছাড়া আজই তুমি আমার সঙ্গে পরমদেশে যাবে, হে নারী, ওই দেখ তোমার পুত্র, ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ, আমার পিপাসা পেয়েছে, সমাপ্ত হল এবং তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি-ক্রুশের উপর থেকে যিশু এই সাতটি বাণী বলেছিলেন।

শুক্রবার পবিত্র গুড ফ্রাইডে পালন করেন ডুয়ার্সের নানা স্থানের খ্রীষ্ট ধর্মাবলম্বীরাও। এই উপলক্ষে এদিন চা বাগান সহ নানা স্থানের চার্চে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবচেয়ে বড় কর্মসূচীটি হয় চম্পাগুড়ির  শতাব্দী প্রাচীন সেক্রেট হার্ট চার্চে।  সেখানে প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করার ঘটনাটি দৃশ্যাভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ওই চার্চে দুপুর থেকে বিকেল পর্যন্ত ছিল বিশেষ প্রার্থনার আসর। বাইবেল থেকে যীশুর বাণী শোনান চার্চের ফাদার সমীর তিরকি।  দিনভর উপোস করে গুড  ফ্রাইডের অনুষ্ঠানে শামিল হন কয়েক হাজার প্রচুর মানুষ। চার্চের সম্পাদক সঞ্জয় কুজুর জানান, আগামী শনি ও রবিবার এই দুটি দিনকে যথাক্রমে ইস্টার স্যাটারডে ও ইস্টার সানডে হিসেবে পালন করা হবে। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল অল ডুয়ার্স ক্রীশ্চান মাইনরিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সন্তোষ গুরুং জানান, গুড ফ্রাইডে হলো শান্তি ও সম্প্রীতির বার্তাবাহী একটি ধর্মচারণ। প্রভু যীশুর একতার বার্তা সর্বত্র পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | অশান্ত কোচবিহার, চলছে ভোটগ্রহণ, ভেটাগুড়িতে উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ

0
দিনহাটা: ভোটের (Lok Sabha Election 2024) দিনে সকাল থেকেই তপ্ত কোচবিহার (Cooch Behar)। বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা থেকে। দিনহাটার (Dinhata)...
Thalapathy Vijay faces pressure of the crowd at the polling station

Thalapathy Vijay | ভোটকেন্দ্রে জনতার চাপে ওষ্ঠাগত বিজয়, সামলাতে ময়দানে পুলিশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়েছে গোটা দেশে লোকসভা নির্বাচন(Lok Sabha Election 2024)। ভোটের প্রথম দিনে শামিল হয়েছেন দক্ষিণের তারকারা। ব্যতিক্রমী নন...

Rupanjana Mitra | সন্ধ্যায় ছাদনাতলায় রূপাঞ্জনা-রাতুল, মায়ের বিয়ের সাক্ষী থাকবে ছেলে রিয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সাড়ে ছয় বছরের সম্পর্ক। অবশেষে শুক্রবার সন্ধ্যেয় চারহাত এক হতে চলেছে রুপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের।টলিপাড়ার এই চর্চিত জুটির...

Weight Loss Tips | শরীরচর্চা করেও ওজন কমছে না? মেনে চলুন কিছু নিয়ম…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ শরীরচর্চা করেও ওজন কমাতে পারছেন না অনেকেই। ব্যায়াম করার আগে যেমন কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনই শরীরচর্চার পরেও...

Mamata Banerjee | ‘কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা?’ রাম নবমী নিয়ে বিজেপিকে তোপ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  প্রথম দফা লোকসভা নির্বাচনের আগে রাজ্যে পালিত হয়েছে রাম নবমী।প্রথম দফা ভোটের মধ্যেই রাম নবমীকে নিয়ে মুর্শিদাবাদের জনসভা থেকে বিজেপিকে...

Most Popular