Thursday, April 25, 2024
HomeBreaking Newsজিজ্ঞাসাবাদের নির্দেশে মেলেনি স্থগিতাদেশ! কুন্তলের চিঠি মামলায় ক্রমশ চাপ বাড়ছে অভিষেকের উপর

জিজ্ঞাসাবাদের নির্দেশে মেলেনি স্থগিতাদেশ! কুন্তলের চিঠি মামলায় ক্রমশ চাপ বাড়ছে অভিষেকের উপর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। ফলে যেকোনও সময় অভিষেককে জেরার সুযোগ থাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

সোমবার শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদি জানান, ‘ইডি এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ফাঁসিয়ে দেওয়া এবং তদন্তে বাধা সৃষ্টি করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরে কুন্তল ঘোষ চিঠি লেখেন। তদন্তকে অন্য পথে চালাতে চাইছেন তিনি।’ আদালতের কাছে তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাখা বক্তব্য ও কুন্তল ঘোষের দায়ের করা অভিযোগের সময় খতিয়ে দেখলেই বিষয়টি বোঝা যাবে বলে জানান তিনি।

ইডির আইনজীবী জানান, কুন্তল ঘোষের চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চকে বিষয়টি জানান। তখনই এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে প্রয়োজনে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেককে বসিয়ে জেরা করার কথা জানান। এরপরই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিমকোর্ট ৭ দিনের স্থগিতাদেশ দিয়ে আবার হাইকোর্টে এই মামলা ফিরিয়ে দেয়। এমনকী এই মামলার বিচারকও বদল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন বেঞ্চে মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান অভিষেক। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা আগেই জানিয়ে দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অসুবিধে কোথায়?

এদিকে, অভিষেকের আইনজীবী শপ্তাংশু বসু এবং কিশোর দত্ত সওয়াল করেন, এই মামলায় আবেদনের অধিকার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখানে বিচারপতির পক্ষপাতের প্রশ্ন ছিল। তাই শীর্ষ আদালত মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করেছে। রাজ্যের আইনজীবী শীর্ষণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ইডি হেপাজতে বন্দি তাঁর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করেছেন। সেক্ষেত্রে পুলিশের দায়িত্ব সেই মামলার তদন্ত করা । কিন্তু পুলিশকে তা করতে দেওয়া হচ্ছে না। এদিন বিচারপতি অমৃতা সিনহা সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, ২৮ এপ্রিল সুপ্রিমকোর্ট বিষয়টি নিস্পত্তি করে দিলেও কেন তাঁরা কোনও পদক্ষেপ করেনি?

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Elections 2024 | বিপুল টাকা সহ রোহিনী গেটে আটক জিএনএলএফ নেতার...

0
কার্শিয়াং: কার্শিয়াংয়ে ওঠার পথে রোহিনী গেটে আটক করা হল জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটিকে আটক করেন। সূত্রের খবর গাড়িতে প্রচুর...

Madhyamik and Higher Secondary Examination Result 2024 | মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ মে মাসেই, জানালেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik and Higher Secondary Examination Result 2024) প্রকাশিত হবে মে মাসেই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু...

RSS | সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ আরএসএসের চিঠি, কী রয়েছে এই চিঠিতে?

0
রায়গঞ্জ: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরএসএসের প্যাডে বিজেপির জেলা সভাপতিকে লেখা চিঠি। চিঠিতে লেখা রয়েছে, ‘রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীকে যেন কোনওভাবেই...

Cooch Behar Panchanan Barma University | পিবিইউ’র রেজিস্ট্রারকে শোকজ উপাচার্যের, কিন্তু কেন?

0
কোচবিহার: উপাচার্যের অনুমতি না নিয়ে পারচেস এবং টেন্ডার কমিটির বৈঠক করা, অফিস অর্ডার পালন না করা, রাজভবনে চিঠি পাঠানো সহ একাধিক কারণে কোচবিহার পঞ্চানন...

Jalpaiguri | রমরমিয়ে চলছে বেআইনি ওয়াটার আউটলেটের ব্যবসা,যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জল তোলায় বিপদের আশঙ্কা

0
ময়নাগুড়ি: বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করে তিস্তা নদী সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রমরমিয়ে চলছে একাধিক ‘ওয়াটার আউটলেট’। প্রশাসনের নাকের ডগায় গত কয়েক মাসে...

Most Popular