Thursday, April 25, 2024
Homeজাতীয়Hunger strike | ৬ দিনে পড়ল কিশনগঞ্জে জাপের আমরণ অনশন, হেলদোল নেই...

Hunger strike | ৬ দিনে পড়ল কিশনগঞ্জে জাপের আমরণ অনশন, হেলদোল নেই প্রশাসনের  

কিশনগঞ্জঃ বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে পাপ্পু যাদবের (Pappu yadav) জন অধিকার পার্টি (Jan Adhikar Party)। কিশনগঞ্জের (Kishanganj) টাউন হলের সামনে টানা ছয় দিন ধরে চলছে এই অনশন কর্মসূচি। ইতিমধ্যেই অনশনকারীরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে অনশন চললেও কোনও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। এদিকে কিশনগঞ্জের ২৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন টাউন হলের সামনের এই অনশনমঞ্চে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অনশণকারীরা।

কিশনগঞ্জ টাউন হলের সামনে পাপ্পু যাদবের জাপ বা জন অধিকার পার্টির অনশন পড়ল ৬ দিনে। অনশন চালিয়ে যাচ্ছেন সংগঠনের রাজ্য সম্পাদক রাকেশ ও জেলা সভাপতি নাসির নাদির। শনিবার অনশনকারীরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন করেন। কিন্তু প্রবল ঠান্ডার মধ্যে এই অনশন চললেও জেলা প্রশাসনের কর্তাদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। ইতিমধ্যেই দুইজন অনশনকারীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকদের একটি দল আসেন অনশন মঞ্চে। সেখানে অসুস্থ দুজনকে স্যালাইন দেওয়া হয়। অনশনকারীদের বক্তব্য, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। অপরদিকে জন অধিকার পার্টির সুপ্রিমো পাপ্পু যাদবের ওপর নজর রাখছে প্রশাসন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ দুই অনশনকারী পুলিশি নিরাপত্তা চেয়ে জেলার পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। তাঁদের অভিযোগ, অনশন মঞ্চের সামনে এসে অনশন তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে কতিপয় দুষ্কৃতী। এই অভিযোগ সম্পর্কে পুলিশ প্রশাসনের কর্তারা কোনও রকম মন্তব্য করেননি। অনশন ছয়দিন ধরে চললেও প্রশাসনের কোনও কর্তাই আসেননি অনশনমঞ্চে। প্রশাসনের এই গা ছাড়া মনোভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে পাপ্পু যাদবের দল। আর এই মনোভাবের কারণেই পাপ্পু যাদবের রাজনৈতিক ইমেজে যথেষ্টই প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিকমহল।

উল্লেখ্য, কিশনগঞ্জের ২৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন টাউন হলের সামনে গত সোমবার থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জন অধিকার পার্টির জনা কয়েক কর্মী। তাদের মূল দাবি, সিকিমের মতো বিহারকেও বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে কেন্দ্রকে। এই মর্যাদা পেলে বিভিন্ন ক্ষেত্রে কর মকুব সহ বহু সুযোগ সুবিধা পাবে বিহার। এরফলে রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে উপকৃত হবেন রাজ্যবাসীও। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েরই সদিচ্ছার অভাবকেই দুষলেন সংগঠনের নেতৃত্ব।

এই অনশন প্রসঙ্গে জন অধিকার পার্টির কিশনগঞ্জ জেলা সভাপতি নাসির নাদির বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের উভয় সরকারই দুর্নীতিগ্রস্ত। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদার পাশাপাশি তাঁদের অন্যান্য দাবি গুলি হল, কিশনগঞ্জে অবিলম্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কাজ শুরু করতে হবে, পূর্ণিয়ায় বিমানবন্দর ও সার্কিট বেঞ্চ গঠন, কিশনগঞ্জের উপর দিয়ে প্রবাহিত মহানন্দা, ডক, কনকই, মেচির বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ করতে হবে। অবিলম্বে এই দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নাসির নাদির।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | রমরমিয়ে চলছে বেআইনি ওয়াটার আউটলেটের ব্যবসা,যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জল তোলায় বিপদের আশঙ্কা

0
ময়নাগুড়ি: বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করে তিস্তা নদী সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রমরমিয়ে চলছে একাধিক ‘ওয়াটার আউটলেট’। প্রশাসনের নাকের ডগায় গত কয়েক মাসে...

Lok Sabha Election 2024 | চাকরি হারিয়েও তাঁরা নির্বাচন কর্মী, বুথে রওনা রাকেশ-দেবপ্রিয়া-প্রিয়াংকাদের

0
সুবীর মহন্ত ও চন্দ্রনারায়ণ সাহা, বালুরঘাট ও রায়গঞ্জ: আদালতের নির্দেশে তাঁরা এখনও চাকরিহারা। কিন্তু এখনও ‘নির্বাচন কর্মী’। তাই ডিসিআরসি থেকে বুথের উদ্দেশে রওনা দিলেন...

PM Narendra Modi | তাপপ্রবাহের লাল সতর্কতার মধ্যে মালদায় মোদির সভা

0
নিউজ ব্যুরো: রাত পোহালেই মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্বাচনি জনসভা। এদিকে রায়গঞ্জ (Raiganj) ও বালুরঘাট (Balurghat) কেন্দ্রে ভোট। ঠিক তার আগের...

JEE Mains Result 2024 | প্রকাশিত হল JEE মেনের রেজাল্ট, ৫৬ জন পেল ১০০...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) মেনের রেজাল্ট (JEE Mains Result 2024)। ফলাফলে নজর কেড়েছেন দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা।...

Lok sabha election 2024 | বালুরঘাটে মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ

0
বালুরঘাট: মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ। ঘটনার জেরে ক্ষোভ ছড়াল মহিলা ভোটকর্মীদের মধ্যে। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী স্কুলে ঘটনাটি ঘটেছে।...

Most Popular