Friday, March 29, 2024
HomeBreaking NewsISL Derby EBFC vs MBSG | ৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল...

ISL Derby EBFC vs MBSG | ৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল, প্লে অফের রাস্তা বন্ধ লালহলুদের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএসএলে (ISL Derby) ইস্টবেঙ্গলের প্লে অফের রাস্তা কার্যত শেষ হয়ে গেল। ফিরতি ডার্বি ম্যাচে রবিবার রাতে যুবভারতীতে মোহনবাগানের (Mohunbagan) কাছে হেরে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। রক্ষণের ভুলে প্রথম তিনটি গোল খেতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দলকে। প্রথমার্ধে পেনাল্টি মিস করার পাশাপাশি তিন গোল খেয়ে যাওয়ায় পরাজয়ের মুখ দেখতে হল লালহলুদকে।

চলতি মরসুমে আই এস এলের প্রথম ডার্বি শেষ হয়েছিল ২-২ গোলে। ফিরতে ডার্বিতে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। আইএসএল-এর কলকাতা ডার্বিতে এদিনের ম্যাচটি ছিল মরণবাঁচন লড়াই। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে নামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। কানায় কানায় পূর্ণ ছিল যুবভারতীর গ্যালারি। খেলার ১২ মিনিটের মাথায় মহনবাগানের গোলরক্ষক বিশাল্ক কাইথ ফাউল করেন ইস্টবেঙ্গলের ক্লেটনকে। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তাতে অবশ্য লাভ হয়নি। পেনাল্টি মিস করেন ক্লেটন। গোল সেভ করেন গোলরক্ষক বিশাল। এরপরই খেলার রাশ হাতে নেয় সবুজ মেরুন।

খেলার ২৭ মিনিটের মাথায় কামিন্সের গোলে এগিয়ে যায় মোহনবাগান। পেত্রাতোস বক্সের ঠিক বাইরে থেকে একটি শট নেন। লাল-হলুদের গোল রক্ষক সেটি সেভ করেন। কিন্তু ফিরতি বল পেয়ে কামিন্স সুযোগ হাতছাড়া করেননি। দশ গজের দূরত্ব বল জালে জড়ান তিনি। ১-০ এগিয়ে গেল মোহনবাগান।

৩৭ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। পেত্রাতোস ডান দিক থেকে পোস্ট লক্ষ্য করে একটি শট নেন। তবে বলটি পোস্টে লেগে ফিরে আসলে, দিমি ফের বলটি বাড়িয়ে দেন গোলের সামনে আনমার্কড অবস্থায় দাঁড়িয়ে থাকা লিস্টন কোলাসোর কাছে। লিস্টন আলতো পায়ের টোকায় গোল জালে জড়ান।

মোহনবাগানের তৃতীয় গোল আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে বক্সের ঠিক ভিতরেই নন্দকুমার ফাউল করে বসেন লিস্টনকে। পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস। তাঁর জোরালো শট রুখতে পারেননি ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিল।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় লালহলুদ। খেলার ৫৩ মিনিটের মাথায় গোল পায় ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো। ক্লেটন সিলভা বক্সের ভিতর দুরন্ত একটি ক্রস বাড়ান সাউল ক্রেসপোকে। ক্রেসপোর দৌড়ে এসে বলটি বুক দিয়ে নামিয়ে দুরন্ত শটে জালে জড়ান। ১-৩ করল ইস্টবেঙ্গল। এরপর আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ৩-১ গোলে হেরে গেল আইএস এলের প্লে অফে যাওয়ার রাস্তা কার্যত শেষ হয়ে গেল কার্লেস কুয়াদ্রাতের দলের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular