Wednesday, May 8, 2024
HomeExclusiveAlipurduar | ১৯ এপ্রিল ভোট দেখতে জয়গাঁয় আসছেন বহু ভুটানি

Alipurduar | ১৯ এপ্রিল ভোট দেখতে জয়গাঁয় আসছেন বহু ভুটানি

ভাস্কর শর্মা, জয়গাঁ: চারদিন পরই আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভায় ভোট (Lok Sabha Election 2024)। এর উত্তাপ পৌঁছেছে পড়শি ভুটানে (Bhutan)। ভোটের দিন যদিও আলিপুরদুয়ারের জয়গাঁর (Jaigaon) সীমান্তগেট সকাল থেকেই বন্ধ থাকবে। কিন্তু তার ক’দিন আগেই বহু ভুটানি জয়গাঁয় ডেরা বাঁধবেন বলে খবর। গণতন্ত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই তাঁদের আগমন। মাত্র ক’বছর হল রাজতন্ত্র থেকে আধা গণতন্ত্রের পথে এগোচ্ছে ভুটান। তাই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চাক্ষুষের সুযোগ হাতছাড়ায় নারাজ ভুটানবাসী।

এবছরেরই গত ২৩ মার্চ সরকারি সফরে ভুটানে গিয়ে সেদেশের সর্বোচ্চ সম্মান নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত–ভুটান রেলপথ সহ নানা প্রকল্প নিয়ে দুই দেশ মউ স্বাক্ষর করে। শুক্রবার কালচিনির নিমতিতে নির্বাচনি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুটানের কথা উল্লেখ করে ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা জানান। পড়শি এই দেশের মাঝে নেই কাঁটাতারের বেড়া। যাতায়াতে তেমন কড়াকড়ি নেই।

ইতিমধ্যে ফুল্টশোলিং ভারতের ভোটচর্চায় সরগরম। তাই, ভোট দেখতে ভুটানিরা ভিড় জমাচ্ছেন জয়গাঁয়। স্থানীয় সূত্রে খবর, বহু ভুটানি ১৯ এপ্রিলের ভোট দেখতে দু’দিন আগেই জয়গাঁয় হাজির হচ্ছেন। বহু ভুটানি নাগরিক জয়গাঁয় পড়াশোনা সহ নানা কারণে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। অনেকে সেদেশের নাগরিক হয়েও জয়গাঁয় থেকে নিয়মিত ভুটানে গিয়ে কাজ করেন। ভুটানের চেয়ে জয়গাঁর দৈনন্দিন খরচ অনেক সস্তা। তবে ১৯ এপ্রিল সীমান্ত গেট বন্ধ থাকায় জয়গাঁর ভুটানিরা নানা বুথে গিয়ে ভোটপর্ব চাক্ষুষ করবেন।

জয়গাঁয় অস্থায়ীভাবে থাকা ভুটানি নাগরিক সিংমেডু লক্কা বলেন, ‘আমাদের দেশের ভোটে আমি এখনও অংশ নিইনি। তবে ইন্টারনেটে ভোট কেমন হয় তা দেখেছি। এবার জয়গাঁয় থাকব। ভারতের ভোট দেখার অপেক্ষায় আছি। আমার মতো অনেকেই ওইদিন ভোট দেখার জন্য আগেই জয়গাঁয় আসবেন।’

জয়গাঁ ব্যবসায়ী সমিতির সম্পাদক রামাশংকর গুপ্তা বলেন, ‘করোনা পর্ব কাটিয়ে ফের ভুটানগেট খোলায় ব্যবসার হাল ফিরছে। ভুটানিদের আমরা ভিনদেশি মনে করি না। তাঁরা এখানে নানা সুযোগসুবিধাই পান। ১৯ এপ্রিল ওরা আমাদের ভোট দেখুক। এতে ওদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বাড়বে।

জয়গাঁ-১ ও ২ গ্রাম পঞ্চায়েত মিলে পাহাড়ি জনপদ জয়গাঁ। এখানে মোট ৫০ হাজার ভোটার। দুই গ্রাম পঞ্চায়েতে মোট বুথ রয়েছে ৫৩টি। এরমধ্যে প্রায় ২০টি বুথ একেবারে ভুটান সীমান্ত ঘেঁষা। জয়গাঁয় অবাঙালি ভোটার বেশি। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে দুই গ্রাম পঞ্চায়েতই তৃণমূল দখল করে। অতীতে লোকসভা, বিধানসভা ভোটে জয়গাঁ বিজেপিকে পছন্দ করেছিল। এবার কার সঙ্গে থাকবে জয়গাঁ তা জানতে ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Arjun Kapoor | রাস্তায় রোল বিক্রি করছে পিতৃহারা ১০ বছরের জসপ্রীত! সাহায্যের আশ্বাস অর্জুনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন বাবা। তাই সংসারের হাল ধরেছে মাত্র ১০ বছরের ছেলে। রাস্তায় রোল বিক্রি করে জসপ্রীত সিং (Jaspreet Singh)...

Gajole | গোরুতে খেয়েছে জমির ফসল! প্রতিবাদ করায় কৃষকের বাড়িতে হামলা গো-পালকদের

0
গাজোলঃ দীর্ঘদিন ধরে জমির ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছিল এলাকার গবাদিপশু। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছিলেন গোরুপালককে। মঙ্গলবার কেউ বা কারা নাকি একটি...

কাঁচা পাতা নেই, বন্ধ ৬০টি বটলিফ ফ্যাক্টরি

0
জ্যোতি সরকার, জলপাইগুড়ি: কাঁচা চা পাতার অভাবে জলপাইগুড়ি জেলার ১২৪টির মধ্যে ৬০টি বটলিফ ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার আইটিপিএ প্রকাশিত রিপোর্ট অনুসারে চা...

HS Result 2024 | মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলাফলেও তাক লাগাল নাগরাকাটার একলব্য মডেল স্কুল

0
নাগরাকাটা: ভালো ফলের ধারাবাহিকতা এখানে নতুন কিছু নয়। এবার মাধ্যমিকে একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছিল। উচ্চমাধ্যমিকেও ফলাফলে (HS Result 2024) তাক লাগিয়ে দিল নাগরাকাটার...

Migrant Worker’s Death | ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

0
সামসী: ফের ভিনরাজ্যে কাজে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আরিফুল হক (৩২)। বাড়ি মালদা জেলার চাঁচল-২ নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের...

Most Popular