Friday, April 26, 2024
HomeBreaking Newsসিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! উত্তেজনা এলাকায়

সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! উত্তেজনা এলাকায়

বর্ধমান: পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের একাধিক এলাকা। এরইমধ্যে এক সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায়। রবিবারের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ওই দম্পতি।

এবারের পঞ্চায়েত ভোটে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে সিপিএম প্রার্থী হয়েছেন দেবিকা দেবনাথ। আর তাঁর স্বামী সুশান্ত মণ্ডল একই পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএম প্রার্থী হয়েছেন। প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ভীত সন্ত্রস্ত করতেই বাড়িতে বোমা ছোড়া হয়েছে বলে দাবি সিপিএম প্রার্থী দম্পতির। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, ‘সবটাই বামেদের তৈরি করা চিত্রনাট্য।’

সিপিএম প্রার্থী দেবিকা দেবনাথের অভিযোগ, এদিন ভোরে তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। একটি বোম ফাটে। আর দু’টি বোমা বাড়ির ভেতরে পড়লেও তা না ফাটায় তাঁরা রক্ষা পান। পুলিশকে খবর দিলেও তারা দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে দু’টি বোমা উদ্ধার করে নিয়ে যায়। দেবিকার আরও অভিযোগ, তিনি ও তাঁর স্বামী মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূলের তরফে বার বার হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের প্রশ্ন, ‘পঞ্চায়েত ভোটের বাজারে এক্সট্রা মাইলেজ পেতে সিপিএম প্রার্থী দম্পতি মিলে এই চিত্রনাট্য তৈরি করেন নি তো?’ ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন মেহেমুদ খান। জামালপুর ১ পঞ্চায়েত এলাকার নেতা শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব বলেন, ‘সিপিএম প্রার্থী দম্পতি তৃণমূলের বদনাম করতে এইসব মিথ্যা অভিযোগ করছেন।’

জেলা সিপিএমের সম্পাদক সৈয়দ হোসেন বলেন, ‘মনোনয়ন দাখিল করার পর থেকেই তাঁদের দলের ওই প্রার্থী দম্পতিকে হুমকি দেওয়া হচ্ছে। শনিবার ফোনে দেবিকা দেবনাথ ও সুশান্ত মণ্ডলকে হুমকি দেওয়া হয়। আর রবিবার ভোরেই তাঁদের বাড়িতে বোম ছোড়া হয়। আসলে ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এসব করছে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sukanta Majumdar | বিজেপি বিপুল ভোটে জয়ী হবে, ভোট দিয়ে আশাবাদী সুকান্ত

0
বালুরঘাট: ভোট দিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত জানান, গত রাতেই তাঁদের এজেন্টের বাড়িতে তৃণমূলের তরফে হামলা...

Lok sabha Election 2024 | দেশে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, আজ রাহুল-থারুর-হেমার ভাগ্য নির্ধারণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিডিটাল ডেস্ক: শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। (Loksabha Election 2024)। সারা দেশের ৮৮ আসনে ভোট হচ্ছে এদিন। এই দফায়...

বেতের সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা মেটেলির জুলেখার   

0
চালসা: কথায় আছে যে নারী রাধে, সে চুলও বাঁধে। মেটেলি ব্লকের অন্তর্গত বাতাবাড়ির গৃহবধূ বেতের সামগ্রী তৈরি করে আজ স্বাবলম্বী। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল...

নির্বাচন জন্ম দেয় বহু আন্তরিক সম্পর্কেরও

0
শঙ্খনাদ আচার্য কর্মসূত্রে কোচবিহারের বাসিন্দা সুদূর মুর্শিদাবাদের তরুণ, কেনই বা প্রান্তিক মহকুমা শহর দিনহাটার মানুষের জন্য রাতে শোয়ার বিছানা তৈরি করে দেবেন? কেনই বা...

উফ, কী গরম ও বর্ষার ভবিষ্যৎ

0
দেবদূত ঘোষঠাকুর কর্মসূত্রে প্রতিদিন গড়িয়া থেকে নদিয়ার হরিণঘাটা যেতে হয় বিশ্ববিদ্যালয়ের ঠিক করা বাসে। বাম দিকের জানালায় কে বসবেন, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়...

Most Popular