Friday, April 26, 2024
HomeExclusiveKhageswar Roy | গাড়িতে হামলার ঘটনায় বিধায়কের অভিযোগ দায়ের

Khageswar Roy | গাড়িতে হামলার ঘটনায় বিধায়কের অভিযোগ দায়ের

সুভাষচন্দ্র বসু, বেলাকোবা: রবিবার রাতে দলীয় জনসংযোগ সেরে বাড়ি আসার পথে রাজগঞ্জ (Rajganj) ব্লকের সন্ন্যাসীকাটার কুণ্ডুবাগান এলাকায় দুষ্কৃতী হামলার মুখে পড়তে হয়েছিল রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে (Khageswar Roy)। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাজগঞ্জ থানায় (Raiganj police station) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিধায়ক বলেন, ‘আমার গাড়িকে লক্ষ‍্য করে ঢিল ছোড়া হয়েছে। এর ফলে গাড়ির কাচ ভেঙে গিয়েছে। এছাড়া, আমার দেহরক্ষী আহত হয়েছেন।’ ঘটনাস্থলে যান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৌভিক মুখোপাধ্যায়, ডিএসপি ডিআইবি মানবেন্দ্র দাস, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার প্রমুখ। আইসি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করছেন রাজগঞ্জ ব্লক তৃণমূল (TMC) কংগ্রসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ব্লকজুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। তবে ফুলবাড়িতে মুখ‍্যমন্ত্রীর সভা থাকায় তা হয়নি।’ অরিন্দমের সংযোজন, ‘এই ধরনের নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রশাসন কী ব‍্যবস্থা নেয় তা দেখেই এরপরের কর্মসূচি ঠিক করা হবে।’

বেলাকোবা ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থপ্রতিম পাল ও বেলাকোবা নাগরিক কমিটির সম্পাদক তপন শূরও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনায় সন্দেহের তির বিজেপি এবং কংগ্রেস উভয় দলের বিরুদ্ধেই। অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির রাহুল সিনহা ও কংগ্রেসের সৌম্য আইচ রায়। তাঁরা জানান, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধী দুই পক্ষই সঠিক তদন্তের দাবি জানিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | বারুদের স্তুপে বাংলা! সন্দেশখালির গোপন ডেরা থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার এনএসজির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে অস্ত্র। শুক্রবার সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়া এলাকায় হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিদেশি অস্ত্রশস্ত্র...
treatment was not even on sasthya sathi card death of little Alamgir in Kolkata

স্বাস্থ্যসাথী কার্ডেও হয়নি চিকিৎসা, কলকাতায় মৃত্যু ছোট্ট আলমগিরের

0
জামালদহ: অবশেষে হয়রানির অবসান। গত দুইমাস ধরে গোটা পরিবার প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপর অনেক ছোটাছুটির পর স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোম ঘুরলেন।...

Lok Sabha Election 2024 | ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা নকশালবাড়ির বুথে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির (Naxalbari) ২৫/৭৭ নম্বর বুথে। জানা গিয়েছে, বাগডোগরার (Bagdogra) বাসিন্দা আসমা খাতুন শুক্রবার ভোট...
Five rooms were burnt to ashes in the terrible fire

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচটি ঘর, ক্ষতিগ্রস্ত টাকা-আসবাবপত্র 

0
চালসা: ভয়াবহ অগ্নিকাণ্ডে(Fire) পুড়ে ছাই দুটি বাড়ির ৫টি ঘর। আগুনে ভস্মীভূত ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, টাকাপয়সা সহ আসবাবপত্র। পাশাপাশি আগুনে পুড়ে ৪টি গোরুর মৃত্যু...

Leopard caged | ক্রান্তিতে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তি এলাকায়

0
ক্রান্তি: সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caged)। শুক্রবার ঘটনাটি ঘটে ক্রান্তি (Kranti) ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়। স্থানীয় আব্দুল গফুর, সোহেল রানা জানিয়েছেন, কয়েকদিন ধরে...

Most Popular