Friday, March 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গKurti Tea Garden | ‘বন্ধ হোক শ্রমিকদের জমি কেড়ে নেওয়ার সমীক্ষা’, ফ্লেক্স...

Kurti Tea Garden | ‘বন্ধ হোক শ্রমিকদের জমি কেড়ে নেওয়ার সমীক্ষা’, ফ্লেক্স দেখে থমকাল তৃণমূলের একতা যাত্রা  

নাগরাকাটাঃ ‘চা বাগান শ্রমিকদের জমি কেড়ে নেওয়ার সমীক্ষা বন্ধ করো’ লেখা ফ্লেক্স দেখে থমকাল শাসক দলের চা শ্রমিক সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের একতা যাত্রা। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে নাগরাকাটার কুর্তি চা বাগানে। সেখানকার লোয়ার ডিভিশনের একটি স্থানে সাদার ওপর লাল কালিতে লেখা ওই ফ্লেক্সটি তৃণমূল চা শ্রমিক নেতাদের নজরে আসে। কারা এই ফ্লেক্স টাঙিয়েছে তা পরিষ্কার নয় কারও কাছেই। ফ্লেক্সের বয়ানের নীচে ইংরেজিতে লেখা ছিল ‘ইউনিটি অফ দা ওয়ার্কার্স, কুর্তি টিজি’। একতা যাত্রায় শামিল তৃণমূলের  চা শ্রমিক সংগঠনের নেতারা ফ্লেক্সটি দেখা মাত্রই সেখানেই প্রতিবাদে শামিল হন। ছোটখাটো জনসভার চেহারা নেয় স্থানটি। বক্তব্য রাখেন বীরেন্দ্র বরা, সঞ্জয় কুজুরের মতো সংগঠনের শীর্ষ নেতারা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরার ইঙ্গিত মালিক পক্ষের হয়ে কেউ বা কারা এ কাজ করেছে।

তিনি বলেন, চা শ্রমিকদের আন্দোলনেরই ফসল জমির পাট্টা আদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি মেনে নিয়ে সমস্ত চা শ্রমিককে চিরকৃতজ্ঞ করেছেন। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন। সে সময় এই ধরনের  ফ্লেক্স যারা টাঙিয়েছে তারা মালিক পক্ষের দালাল ছাড়া আর অন্য কিছু নয়। প্রত্যেক চা শ্রমিক তাঁদের জমির অধিকার অবশ্যই পাবেন। দ্রুত যাতে ফ্রেক্স সরিয়ে নেওয়া হয় এমন দাবি তিনি

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular