Friday, March 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গমালদার জালালপুর হত্যাকাণ্ডের কিনারা, মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ৩

মালদার জালালপুর হত্যাকাণ্ডের কিনারা, মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ৩

সামসী: জালালপুর হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। মঙ্গলবার মালতীপুরের জালালপুরে জমি বিবাদের জেরে গুলি করে খুন করা হয়েছিল ৩০ বছর বয়সী যুবক সাইদুর রহমানকে। বৃহস্পতিবার ধৃতদের ১০ দিনের হেপাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনায় জড়িত দু’জনকে ওই দিনই আটক করা হয়েছিল। মূল অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে জালালপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত খাইরুল হাবিবকে(২৪) গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি জালালপুর গ্রামেই। তবে ধৃতের কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুমার কুণ্ডু জানিয়েছেন, খুনের ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, জমি বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল এক যুবককে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ মালতীপুর বিধানসভা এলাকার জালালপুর চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছিল। মৃত সাইদুর রহমান ছিলেন একটি বেসরকারি স্কুলের শিক্ষক। ঘটনার দিন বিকেলে ৩৮ জনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ করেন নিহতের দাদা নাজিবুর হক। তারপর থেকেই অভিযুক্তদের খুঁজছিল পুলিশ। এদিন ঘটনায় মূল অভিযুক্তসহ আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular