Thursday, April 25, 2024
HomeBreaking Newsবাড়িয়ে দেখানো হয়েছে মুসলিম-যাদব জনসংখ্যা, বিহার জাতিগণনা নিয়ে বড় অভিযোগ শায়ের

বাড়িয়ে দেখানো হয়েছে মুসলিম-যাদব জনসংখ্যা, বিহার জাতিগণনা নিয়ে বড় অভিযোগ শায়ের

নিউজ ব্যুরো: বাড়িয়ে দেখানো হয়েছে মুসলিম-যাদব জনসংখ্যা, বিহারের জাতিগণনা নিয়ে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। রবিবার বিহারের মুজাফফরপুর জেলায় একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ওই মন্তব্য করেন।

এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দেগে অমিত শা বলেছেন, ‘জাতিগণনায় ইচ্ছাকৃতভাবে মুসলিম এবং যাদব জনসংখ্যাকে বাড়িয়ে দেখানো হয়েছে। এটা তোষণের রাজনীতির অংশ।’ বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণ করে শা বলেন, ‘এই জোটের একমাত্র লক্ষ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করা।’ এরপরই বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন, ‘নীতীশ কুমারের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। ইন্ডিয়া জোট তাঁকে আহ্বায়কও করেনি।’ রাজ্যে ‘গুন্ডারাজ’-এর জন্য জেডি(ইউ) নেতা নীতীশই দায়ী বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে অমিত শা বলেছেন, ‘আরজেডি এবং জেডি(ইউ) জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের সমর্থনে ছিল না। লালুজি বলেছিলেন, ৩৭০ ধারা তুলে দিলে রক্তের নদী বয়ে যাবে। লালুজি, রক্তের নদী ছাড়ুন, নুড়ি ছুড়ে ফেলার সাহসও কারও ছিল না।’

নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবকে একযোগে কটাক্ষ করে শার কটাক্ষ, ‘এরা পরিবারের দোকান চালাচ্ছেন, একজন প্রধানমন্ত্রী হতে চান এবং অন্যজন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করতে চান। আমি বলতে এসেছি, নীতীশবাবু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ছাড়ুন। ইন্ডিয়া জোটের লোকেরা আপনাকে আহ্বায়কও করেনি।’ লোকসভা নির্বাচনে বিজেপি বিহারের ৪০টি আসনের সবকটিতেই জিতবে বলেও দাবি করেন শা।

অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা দিয়েছেন। শাকে কটাক্ষ করে তেজস্বী বলেন, ‘আমি অমিত শার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, জাতিগণনায় যাদব ও মুসলিমদের জনসংখ্যা বেড়েছে এবং অন্যান্য সম্প্রদায়ের জনসংখ্যা কমেছে। আমি বলতে চাই, সমীক্ষা ভুল হলে সারা দেশে জাতিগণনা করুন। কে আপনাকে থামিয়েছে? আপনি কেন তা করছেন না?’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather update in west bengal

Weather Update | দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রা অনেকটাই বেশি। হিট ওয়েভের(Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে সেখানে। এদিকে, উত্তরেও...

IPL-2024 | আইপিএলে রেকর্ড! ৪ ওভারে ৭৩ রান দিয়ে লজ্জার নজির গড়লেন গুজরাটের তারকা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যানের শীর্ষে নাম লেখালেন গুজরাট টাইটান্সের তারকা পেসার মোহিত শর্মা। সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন...

IPL-2024 | আইপিএলে ১০০তম ম্যাচ খেললেন শুভমন গিল, ভেঙে দিলে কোহলির রেকর্ড

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় কনিষ্ঠ প্লেয়ার হিসেবে ১০০তম আইপিএল ম্যাচ খেলার নজির গড়লেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি...

Siliguri | ব্যালকনিতে হাওয়া খেতে বেরিয়ে বিপত্তি! তরুণীকে উদ্ধার করল দমকল

0
শিলিগুড়ি: দুপুরের গড়াতেই জোরে বইছিল হাওয়া। আর সেই হাওয়া খেতে বারান্দায় বের হতেই বেজায় বিপাকে পড়লেন এক তরুণী। আর তাঁকে কেন্দ্রে করে হুলস্থুল কাণ্ড...

Kumarganj | গাড়িতে নাকা তল্লাশি, বাজেয়াপ্ত প্রচুর শাড়ি ও লুঙ্গি, বিজেপির দিকেই আঙ্গুল তুলল...

0
কুমারগঞ্জঃ ভোটের দুদিন আগেই একটি গাড়ি থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক শাড়ি ও লুঙ্গি। বুধবার রাত আটটা নাগাদ কুমারগঞ্জের পিরোজপুরে নাকা চেকিং চালকালীন একটি...

Most Popular