Friday, April 26, 2024
HomeTop NewsNandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন...

Nandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন তৃণমূল প্রার্থী   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল প্রার্থী দেবাংশুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। অভিযোগ, এদিন সকালে নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশু ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের ঘিরে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো তাড়া করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে নিমেষে ভীড় জমে যায় গ্রামবাসীদের। পরিস্থিতি বেগতিক দেখে কোনওরকমে বাইকে সওয়ার হয়ে দ্রুত গতিতে এলাকা থেকে চলে যান তাঁরা।

জানা গিয়েছে, বুধবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনি প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ৩৬ নম্বর বুথে। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রার্থী প্রচারে আসছেন বলে এলাকায় আগেই মাইক নিয়ে ঘোষণা করছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা। তারপরেই বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হন এলাকায়। গ্রামবাসীদের একাংশও তাদের সঙ্গে যোগ দেন। দেবাংশু গ্রামে ঢোকা মাত্রই তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

এই ঘটনা প্রসঙ্গে দেবাংশু বলেন, “জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে প্রচারে গিয়েছিলাম। তখন বিজেপির কর্মীরা পূর্ব পরিকল্পনা মতো আমার উপরে হামলা চালায়। আমাকে ধাক্কা দেওয়া হয়। কুৎসিত গালিগালাজ করা হয়। থানায় অভিযোগ জানিয়েছি। নন্দীগ্রাম থানা কোনও ব্যবস্থা না নিলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাব।”

যদিও দেবাংশুর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, কেউ দেবাংশুর সঙ্গে কোনও খারাপ আচরণ করেনি। বিজেপির নন্দীগ্রাম (১) এর মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ুই বলেন, “তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বাইকবাহিনী নিয়ে ঢুকে ওই গ্রামে অশান্তি পাকায়। তারপরেই গ্রামের মানুষ একজোট হয়ে দেবাংশুকে তাড়া করে। আমাদের এক কর্মী আহত হয়েছেন।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | চাকরি ফিরে পেতে একজোট ওঁরা

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: বাড়িতে বৃদ্ধ বাবা-মা। মাসে প্রায় ১৫ হাজার টাকার কিস্তি মেটাতে হয়। কৃষক পরিবারের তরুণের দাবি, সম্পূর্ণ মেধার ভিত্তিতেই তিনি শিক্ষকতার চাকরিটা...
Allegation of chappa vote by making fake card at Bagdogra booth

Lok Sabha Election 2024 | ভুয়ো কার্ড বানিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ বাগডোগরার বুথে

0
শিলিগুড়ি: বাগডোগরার কেদারনাথ প্রাইমারি স্কুলে ছাপ্পা ভোটের(Chappa Vote) অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার বাগডোগরা কেদারনাথ প্রাইমারি স্কুলের ২৫/৩৯ নম্বর বুথে পুষ্পা শর্মা নামে এক মহিলা...

Mamata Banerjee | ‘বিজেপি-সিপিএম চাকরিখেকো’, পিংলার জনসভা থেকে মন্তব্য মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে শুক্রবার পিংলায় নির্বাচনি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সভা মঞ্চ থেকে সিপিএম এবং...

Lok Sabha Election 2024 | ছেলের কোলে ভোট দিতে গেলেন ১০৯ বছরের বৃদ্ধা

0
চোপড়া: নাতির বাইকে করে ছেলের কোলে ভোট দিতে গেলেন ১০৯ বছরের বৃদ্ধা। আমবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ নম্বর বুথে ছেলের কোলে উঠে ভোট দেন খাদোসরী...

Lok Sabha Election 2024 | ভোটার লিস্টে নামই নেই! একই বুথে ভোট দিতে পারলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) দিতে গিয়ে ফিরে এলেন ৪৩ জন মহিলা ভোটার। হরিরামপুর (Harirampur) বিবেকানন্দ বিদ্যাভবনের ৯৩ নম্বর বুথের...

Most Popular