Saturday, April 20, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারভবঘুরের পশুপ্রেমকে নেটিজেনদের ‘স্যালুট’, ভাইরাল ভিডিও

ভবঘুরের পশুপ্রেমকে নেটিজেনদের ‘স্যালুট’, ভাইরাল ভিডিও

বীরপাড়া: বয়স বছর ৩৫। তরুণটির নাম-ঠিকানা জানেন না কেউই। তবে দিনভর তাঁর দেখা মেলে বীরপাড়ার অলিগলিতে। পেশা প্লাস্টিক কুড়িয়ে বিক্রি। এভাবেই দু’পয়সা রোজগার করেন তিনি। এলাকাবাসীর কাছে তাঁর পরিচয় ‘পাগল’ হিসেবে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, তাঁর উপার্জনের বেশিরভাগটাই ব্যয় হয় নেশার পিছনে। কথা বলতে চান না সহজে। তবে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাঁর পশুপ্রেমকেই স্যালুট করছেন নেটিজেনরা।

শনিবার বীরপাড়ার মহাত্মা গান্ধি রোডে ভিডিওটি রেকর্ড করেন বীরপাড়ারই তরুণ ধনঞ্জয় তালুকদার। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় বসে থাকা তরুণটির পাশে রয়েছে কয়েকটি পথকুকুর। পকেট থেকে বিস্কুট বের করে মাঝেমধ্যেই কুকুরগুলিকে যত্ন করে খাওয়াচ্ছেন তিনি। ধনঞ্জয় বলেন, ‘এর আগেও তাঁকে এ কাজ করতে দেখেছি। পশুর প্রতি তাঁর ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। তবে বেশিরভাগ সময়ই নেশায় বুঁদ হয়ে থাকেন ওই তরুণ। তাঁকে নেশার কবল থেকে মুক্ত করতে প্রশাসন এগিয়ে এলে ভালো হয়।’

সোমবার পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। বীরপাড়ার পশুপ্রেমী তরুণ অভিষেক গুহনিয়োগীর কথায়, ‘দৃশ্যটি সবার জন্য একটি শিক্ষা। সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত লোকজনও অনেক সময় নিরীহ পশুকে নিপীড়ন করেন। অথচ একজন ভবঘুরে পথকুকুরকে বিস্কুট খাইয়ে বেড়াচ্ছেন। এই সহানুভূতি, মমত্ববোধটাই প্রয়োজন।’ রাঙ্গালিবাজনার জাহাঙ্গির আলম আরও একধাপ এগিয়ে বলছেন, ‘হয়তো তিনি পাগল বলেই পশুদরদি। না হলে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন।’

এলাকার আর এক বাসিন্দা শান্তজ্যোতি বসু অবশ্য বলছেন, ‘তরুণটি পাগল নন, সবাই ভালোবেসে তাঁকে পাগলা বলে ডাকে। কেউ কেউ ৫-১০ টাকাও দেন। যতদূর জানি, তিনি যক্ষ্মারোগে ভুগছেন।’ পেশায় শিক্ষক বিশ্বদীপ দত্ত জানান, তাঁর পশুপ্রেমকে কুর্নিশ করি। তবে তিনি নেশায় আসক্ত হলে তাঁকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পদক্ষেপ জরুরি। মাদারিহাট-বীরপাড়া পঞ্চায়েত সমিতির বীরপাড়ার সদস্যা তথা নারী শিশু ও শিক্ষা কর্মাধ্যক্ষ শিউলি চক্রবর্তী বলেন, ‘বীরপাড়ার কিছু যুবক এমনকি বহু শিশুও নেশায় আসক্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সোমবার থেকেই এনিয়ে শিলিগুড়িতে সাতদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছি। নেশামুক্তির লক্ষ্যে ধাপে ধাপে পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | মাঝরাতে মৌলানি বাজারে বিধ্বংসী আগুন

0
শুভদীপ শর্মা, মৌলানি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল মৌলানি বাজারে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান...

IPL-2024 | মাহি ম্যাজিক ফিকে হল রাহুল-ডি’ককের দুরন্ত ব্যাটিংয়ে, চেন্নাইকে হারিয়ে জয় হাসিল করল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের মাঠ কাঁপালেন মহেন্দ্র সিং ধোনি। মাহির দুরন্ত ব্যাটিং সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ধোনির...

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Most Popular