Thursday, April 25, 2024
Homeজাতীয়দিল্লি অর্ডিন্যান্স বিলের প্রতিবাদে বৈঠকে ওয়াক আউট বিরোধীদের

দিল্লি অর্ডিন্যান্স বিলের প্রতিবাদে বৈঠকে ওয়াক আউট বিরোধীদের

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: একদিকে মণিপুর, অন্যদিকে দিল্লি অর্ডিন্যান্স বিল। চলমান সংসদীয় বাদল অধিবেশনে এই ‘দ্বিমুখী’ ফলায় মোদি সরকারকে বিদ্ধ করতে মরিয়া বিরোধী শিবির। অগ্নিগর্ভ মণিপুরের আঁচ যখন প্রভূত রূপে স্পর্শ করেছে, প্রভাব ফেলেছে ‘গণতন্ত্রের মন্দির’ রূপে পরিচিত সংসদ ভবনে, ঠিক তখনই দিল্লি অর্ডিন্যান্স বিল ইস্যুতে একত্রে সরব হয়ে বৃহস্পতিবার, রাজ্যসভার ‘বিজনেস অ্যাডভাইজারি কমিটি’ (বিএসি)-র বৈঠক থেকে ওয়াক আউট ঘোষণা করল সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি।

সংসদীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনকরের নেতৃত্বে বসে বিএসি-র বৈঠক, যেখানে আগামী সপ্তাহে সংসদের উচ্চ কক্ষের কার্যসারণী চূড়ান্ত করার লক্ষ্যে মণিপুর ইস্যুতে আলোচনার বদলে, অপ্রত্যাশিত ভাবেই দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ করবার প্রস্তাব দেন ধনকড়। বস্তত, দিল্লিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচিত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের হাত থেকে আমলাদের স্বায়ত্তশাসন অধিকার কেড়ে নেওয়ার তাগিদে আনা বিতর্কিত দিল্লি অর্ডিন্যান্স বিলটি চলতি অধিবেশনে পাশ করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। চলতি বাদল অধিবেশনে সরকারের তরফে সংসদে পেশ হতে চলা গুরুত্বপূর্ণ নানাবিধ বিলগুলির মধ্যে দিল্লি অর্ডিন্যান্স বিল ইতিমধ্যেই শীর্ষ তালিকা দখল করেছে।

অর্ডিন্যান্সের মেয়াদ ফুরনোর আগেই সংসদীয় নীতি পদ্ধতি মেনে তাকে উভয়কক্ষে যথাচিত আলোচনা ও পাশের তাগিদেই, উচ্চকক্ষে এই বিল নিয়ে আসার জন্য যখন উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার, বৃহস্পতিবার বিলটকে চরম অসংসদীয় বলে অভিহিত করে বিএসি-র বৈঠক থেকে ওয়াক আউট করার সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন-সহ কংগ্রেসের প্রমোদ তিওয়ারি, জয়রাম রমেশ, আরজেডি’র মনোজ ঝাঁ, এনসিপি-র ফৌজিয়া খান ও ‘আপ’-এর সঞ্জয় সিং এর মতো নেতারা। শুধু তাই নয়, এই বিল নিয়ে সরকারিভাবে নিজেদের প্রতিবাদ ও অসম্মতিও রাজ্যসভা চেয়ারম্যানের কাছে নথিবদ্ধ করেন তাঁরা। চেয়ারম্যান ধনকড় তাঁদের কাছে সংশ্লিষ্ট বিল নিয়ে সাংবিধানিক বিধিবদ্ধ নিয়মাবলির প্রসঙ্গ উত্থাপন করার চেষ্টা করেও ব্যর্থ হন।

দিল্লি অর্ডিন্যান্স বিল ইস্যুতে ওয়াক আউট করে বর্ষীয়ান কংগ্রেস নেতা-সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, ‘এই বিল চূড়ান্ত অসাংবিধানিক। আমরা কোনও ভাবেই এই বিলকে স্বীকৃতি দিতে রাজি নই৷ অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সংসদে আলোচনার অনেক বেশি প্রয়োজন। দিল্লি অর্ডিন্যান্স শীর্ষক কেন্দ্রীয় সরকারের অপকীর্তি নিয়ে নয়।’ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে বিরোধীরা একজোট ইতিমধ্যেই। আমরা দিল্লি সরকারের পাশে আছি। কেন্দ্র চাইলে সংসদে এই বিল নিয়ে আসুক, আমরা সংসদের মাটিতে তা প্রতিরোধ করতে লড়ব। কিন্তু বিএসি-র বৈঠকে বিরোধীরা কোনওভাবেই এই অধ্যাদেশ বিষয়ক বিলটিকে স্বীকৃতি দেবে না।’

প্রসঙ্গত, বিরোধী ‘ইন্ডিয়া ফ্রন্ট’ এর বিহার সামিটে এই বিলে সমর্থন নিয়ে আপ-কংগ্রেস মতানৈক্য চরমে ওঠে৷ পরবর্তীকালে, বেঙ্গালুরু সামিটের আগে এই বিলের বিরোধিতা করে আপ-এর পাশে দাঁড়ায় দেশের শতাব্দী প্রাচিন দল। বৃহস্পতিবার সংসদে এই বিতর্কিত বিলে রাজ্যসভা বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক থেকে ওয়াক আউট ঘোষণা করে দিল্লি অর্ডিন্যান্স প্রসঙ্গে নিজেদের পূর্বপরিকল্পিত অবস্থান বহাল রাখল বিরোধী শিবির।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | তাপপ্রবাহের লাল সতর্কতার মধ্যে মালদায় মোদির সভা

0
নিউজ ব্যুরো: রাত পোহালেই মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্বাচনি জনসভা। এদিকে রায়গঞ্জ (Raiganj) ও বালুরঘাট (Balurghat) কেন্দ্রে ভোট। ঠিক তার আগের...

JEE Mains Result 2024 | প্রকাশিত হল JEE মেনের রেজাল্ট, ৫৬ জন পেল ১০০...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) মেনের রেজাল্ট (JEE Mains Result 2024)। ফলাফলে নজর কেড়েছেন দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা।...

Lok sabha election 2024 | বালুরঘাটে মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ

0
বালুরঘাট: মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ। ঘটনার জেরে ক্ষোভ ছড়াল মহিলা ভোটকর্মীদের মধ্যে। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী স্কুলে ঘটনাটি ঘটেছে।...

Manish Kashyap | বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ

0
নয়াদিল্লি: বিজেপিতে যোগদান করলেন বিহারের জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ। বিজেপির জাতীয় মিডিয়া বিভাগের ইনচার্জ অনিল বালুনি, সহ ইনচার্জ সঞ্জয় ময়ূখ এবং দলের উত্তর-পূর্ব দিল্লির...

Migrant worker death | বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় দ্বিতল থেকে পড়ে মৃত্যু চন্দ্রপাড়ার পরিযায়ী শ্রমিকের

0
সামসী: বেঙ্গালুরুতে (Bengaluru) কর্মরত অবস্থায় বুধবার দ্বিতল ভবন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker death)। মৃতের নাম আব্দুল আজিজ (২০)। বাড়ি...

Most Popular