Friday, April 26, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারChess | জেলা পুলিশের উদ্যোগে প্যারেড গ্রাউন্ডে দাবা খেলার আয়োজন

Chess | জেলা পুলিশের উদ্যোগে প্যারেড গ্রাউন্ডে দাবা খেলার আয়োজন

এবার থেকে ইচ্ছা হলে সঙ্গী জুটিয়ে প্যারেড গ্রাউন্ডেই দাবার (Chess) বোর্ড সাজিয়ে বসতে পারেন।

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: গজের চলন কোনাকুনি। ঘোড়ার আড়াই চাল। আপনি যদি দাবাপ্রেমী হন, তাহলে এসব বুলি অজানা থাকার কথা না। তবে যেটা জানার মতো, তা হল, এবার থেকে ইচ্ছা হলে সঙ্গী জুটিয়ে প্যারেড গ্রাউন্ডেই দাবার (Chess) বোর্ড সাজিয়ে বসতে পারেন। সেই সুযোগ করে দিচ্ছে আলিপুরদুয়ারের পুলিশ। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দাবা খেলার সুযোগ মিলবে আলিপুরদুয়ার শহরের ফুসফুস প্যারেড গ্রাউন্ডেই (Parade Ground)। সেখানে ৩ থেকে ৫টি দাবা খেলার টেবিল রাখা হবে। মঙ্গলবার থেকে এই সুযোগ পাবেন শহরের দাবাপ্রেমীরা।

ব্যতিক্রমী নানা পদক্ষেপের জন্য আলিপুরদুয়ার (Alipurduar) জেলার পুলিশের সুখ্যাতি রয়েছে। এই তো, কয়েকদিন আগেই স্ট্রিট আর্ট ও ব্যান্ডের গানের মধ্য দিয়ে মাদকমুক্ত রাস্তা নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেশামুক্তির বার্তা দিয়েছিল তারা। এবার তাদের নতুন চমক, প্যারেড গ্রাউন্ডে দাবা খেলার ব্যবস্থা।

ব্যবস্থা করবে পুলিশ। ইচ্ছুকরা খেলতে পারবেন। আর প্রতিটি টেবিলে খেলা দেখতে ভিড় জমে উঠবে। পুলিশকর্তাদের আশা, এতে যুবসমাজের একটা অংশের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ তৈরি হবে। তাতে মাদকসেবনের পথে হাঁটার আশঙ্কা কমবে। আর সেইসঙ্গে প্যারেড গ্রাউন্ডের ইতিউতি যে নেশার আসর বসার অভ্যাস তৈরি হয়েছে, সেটাও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন সময় প্যারেড গ্রাউন্ডে মাদকাসক্তদের আসর বসে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। এবার নতুন এই দাবা-দাওয়াই তাদের। এবিষয়ে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘দাবা  খেলার প্রতি যুবসমাজের আগ্রহ তৈরি করতেই এই উদ্যোগ। এতে মাঠে নজরদারির সঙ্গে সঙ্গে খেলাধুলোর পরিবেশও তৈরি হবে।’

রাজ্যের রাজধানী কলকাতায় গড়িয়াহাট অঞ্চলে উড়ালপুলের নীচে এমন দাবা খেলার আসর বসে বহুদিন। সেই আসরের আয়োজনের সঙ্গে অবশ্য স্থানীয় প্রশাসন নয়, সেখানকার দাবাপ্রেমীরাই জড়িয়ে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বা অন্য সব শহরেই দাবা খেলার একটা জনপ্রিয়তা থাকলেও এভাবে খোলা রাস্তায় বা মাঠে নিয়মিত দাবার আসর বসার নজির সেভাবে নেই। পুলিশ বলছে, প্রতিদিনই বিকালের পর  দাবা খেলার আয়োজন করা হবে। টেবিল তৈরি থাকবে। আর নজরদারির জন্য সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মীরাও থাকবেন। যে কেউ দাবা খেলার জন্য অংশ নিতে পারবেন। এছাড়া পরিচিত দাবাড়ু ও যেসব সংগঠন দাবা খেলার সঙ্গে যুক্ত, তাদেরও আমন্ত্রণ জানানো  হবে। বর্ষাকালে মাথা বাঁচাতে ছাউনিরও ব্যবস্থা করবে পুলিশই। মাঝেমধ্যে প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

জেলায় শতাধিক দাবা খেলোয়াড় রয়েছেন। তাঁরা এই উদ্যোগের প্রশংসা করেছেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরাও। আলিপুরদুয়ার জেলা দাবা সংস্থার চেয়ারম্যান মৃণাল ঘোষ বলেন, ‘পুলিশের এই উদ্যোগ অভিনব। এতে  যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ তৈরি হবে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ইউটিউব ভিডিও থেকে শিক্ষা, স্কেটিং করে কেদারনাথের পথে তিন তরুণ

0
শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয়। স্কেটিংয়ের প্রতি ভালোবাসা এক করেছে জলপাইগুড়ির আশিস সমাদ্দার (২৫), জগন্নাথ রায় (২২) এবং শিলিগুড়ির কৃষ্ণ বর্মনকে...

Model Pink Booth | ভোটকর্মীরা পরেছে গোলাপি পোশাক, বুথজুড়েও গোলাপি রংয়ের ছড়াছড়ি, কেন?

0
করণদিঘি: গণতন্ত্রে নারী-পুরুষের সমানাধিকার। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নারীর পূর্ণাঙ্গ অংশগ্রহণ। এই দুই লক্ষ্য বাস্তবায়িত করতে করণদিঘি ব্লকের করণদিঘি-১ গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস প্রাঙ্গণের ১৮২...

Narendra Modi | ‘২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গিয়েছে’, চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি (Lok Sabha Election 2024) জনসভা থেকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার...

Shot dead | মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত

0
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ...

উন্নয়ন অধরা, মেচি নদী পেরিয়ে ৫ কিমি দূরে ভোট দিতে যাচ্ছেন আন্তারাম ছাটের বাসিন্দারা

0
খড়িবাড়ি: খড়িবাড়ি ব্লকের দুলালজোত নেপালি জুনিয়ার হাইস্কুলে ভোট দেবেন রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্তারাম ছাট এলাকার বাসিন্দারা। নিজ এলাকা থেকে ৫ কিমি দূরে...

Most Popular