Thursday, April 18, 2024
HomeBreaking Newsজাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি, পাকুয়াহাটকাণ্ডে অভিযোগ তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি, পাকুয়াহাটকাণ্ডে অভিযোগ তৃণমূলের

মানিকচক: মালদার পাকুয়াহাট বাজার এলাকায় দুই মহিলাকে চোর সন্দেহে কার্যত বিবস্ত্র করে মারধরের ঘটনার ১৫ দিন পর নির্যাতিতাদের বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এদিকে জাতীয় মহিলা কমিশনের এই পরিদর্শনকে ঘিরে গুরুতর অভিযোগ আনল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ বামেদের। তৃণমূল ও বাম নেতাদের দাবি মণিপুরের ঘটনাকে ঢাকতে পাকুয়াহাটকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিজেপি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পাকুয়াহাটকাণ্ডে নির্যাতিতা দুই মহিলার মানিকচকের মথুরাপুরের বাড়িতে আসেন রেখা শর্মা। তাঁর সঙ্গে আসেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির মহিলা সভা নেত্রী সুতপা চক্রবর্তী সহ জেলার একঝাঁক বিজেপি নেতৃত্ব। নির্যাতিতার সঙ্গে কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে জোর সওয়াল করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। বিশেষত ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সোমদীপ সরকার। তিনি দাবি করেন, নির্যাতিতার বাড়িতে বিজেপি নেতা-নেত্রীদের কর্মকান্ড দেখে মনে হয়েছে সেখানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন আসেননি, জাতীয় পর্যায়ের বিজেপির কোনও মুখপাত্র এসেছেন।

এবিষয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বক্তব্য, ‘নির্যাতিতা দুই মহিলা বিজেপির সমর্থক। পাকুয়াহাটে যেসব মহিলা এই দুই মহিলাকে নগ্ন করে মারধর করলেন, যাঁরা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন তাঁরাও বিজেপির কর্মী। বিজেপি কর্মীকে নগ্ন করে মারধর করলেন বিজেপি কর্মীরাই? আর এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন করছে আবার বিজেপিই।’ পাশাপাশি তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ ও মণিপুরের ঘটনায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন যাননা। কারণ সেগুলি বিজেপি শাসিত রাজ্য। কিন্তু পশ্চিমবঙ্গে আসতে তাঁরা দেরি করেন না। নির্যাতিতা দুই মহিলার পাশে আমরা সবসময় আছি। তবে নির্যাতিতা দুই মহিলাকে নিয়ে বিজেপির মতো নোংরা রাজনীতি করি না।’ একই বক্তব্য সিপিএমের জেলা নেতা শ্যামল বসাকের। তিনি জানান, পাকুয়াহাটকাণ্ডে রাজনীতি করছে বিজেপি। শুধুমাত্র মণিপুরকাণ্ড ঢাকতে মালদার ঘটনাকে জনসম্মুখে আনতে নোংরা রাজনীতি করছে। এবিষয়ে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন,‘জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এসেছেন। ওঁনার সঙ্গে আছি। আমি রাজনীতি করছি না কি করছি, তৃণমূল কি বলেছে সেই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SHAHJAHAN | উত্তর মালদায় এবার ফ্যাক্টর ওয়েলফেয়ার পার্টির শাহাজাহান, কিভাবে?

0
সামসী: চাঁচলের বাসিন্দা, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার(WPI)রাজ্য সম্পাদক তথা শুক্রবাড়ি আবুল কাশেম হাই মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক শাহজাহান আলি এবার মালদা উত্তর লোকসভা আসনে দলের...

Sukanta Majumdar | সিএএ ইস্যুতে মমতা বালা ঠাকুরকে পালটা বিঁধলেন সুকান্ত, কী বললেন তিনি?

0
তপন: ‘মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur) সিএএ (CAA) বুঝতে পারেননি। বলব ভালো করে সুব্রত ঠাকুর ও শান্তুনু ঠাকুরের কাছে গিয়ে সিএএ’টা বুঝতে।’ মালদার...

BJP | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন সিপিএম কাউন্সিলারের

0
শিলিগুড়ি: শিলিগুড়ির পুরনিগমের প্রাক্তন বাম কাউন্সিলর দীপায়ন রায় বিজেপিতে (BJP) যোগদান করলেন। বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার (Phansidewa) লিউসিপাকরিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনসভায় রাজু বিস্টের (Raju...

Raiganj | পরকীয়ার জের, স্বামীর কাছে হাতেনাতে ধরা পড়ায় আত্মঘাতী নববধূ!

0
রায়গঞ্জ: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! বারবার স্বামী সতর্ক করলেও শোনেননি। গতকাল হাতেনাতে স্ত্রীকে ধরে ফেলেন স্বামী। লজ্জায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন নববধূ। রায়গঞ্জের (Raiganj)...

Drinking Water Crisis | পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর

0
তপন: পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভে শামিল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তপন ব্লকের লস্করহাটে। বাসিন্দাদের দাবি, পিএইচই’র মাধ্যমে দ্রুত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে...

Most Popular