Thursday, April 25, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গ৫০ বিঘা গমখেতে তৈরি হচ্ছে প্যান্ডেল, জোরকদমে অমিত শা-র সভার আয়োজন

৫০ বিঘা গমখেতে তৈরি হচ্ছে প্যান্ডেল, জোরকদমে অমিত শা-র সভার আয়োজন

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: বালুরঘাট কেন্দ্রের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে ১০ এপ্রিল প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেদিন বংশীহারীর পতরা-তে সভা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় তাঁর সভা শুরু হবে। রবিবার থেকেই জোরকদমে সভার প্রস্তুতি শুরু হয়েছে। এই সভায় ৬০ হাজার দলীয় কর্মী-সমর্থককে হাজির করানোর লক্ষ্য নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

বালুরঘাট এবার রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্রে পরিণত হয়েছে। এই কেন্দ্রের মূল লড়াই তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে বিজেপির সুকান্ত মজুমদারের। বিজেপির কাছে এই আসন যেমন ধরে রাখা চ্যালেঞ্জ, তেমনই তৃণমূলের কাছে পুনরুদ্ধারের। ইতিমধ্যে নির্বাচনি প্রচার সেরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, পরবর্তীতে এখানে ফের জনসভা করতে পারেন মমতা। এদিকে, প্রচারে পিছিয়ে থাকতে চাইছে না বিজেপিও। অমিত শা তো বটেই, সুকান্তর সমর্থনে প্রচারে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

মহাবাড়ি পঞ্চায়েতের জোত মৌজায় ৫১২ জাতীয় সড়কের ধারে ৫০ বিঘার গমখেতে অমিত শা’র সভার আয়োজন করা হচ্ছে। জমিতে অবশ্য এখন গম আর নেই। কেটে নেওয়া হয়েছে। গতকাল রাতেই কলকাতা থেকে বেশকিছু লরিভর্তি প্যান্ডেলের সরঞ্জাম চলে এসেছে। সাউন্ড সিস্টেমের সমস্ত সরঞ্জামও পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মূল মঞ্চের পশ্চিম দিকে ৫০০ ফিট দূরে হেলিপ্যাডের কাজ চলছে। শতাধিক শ্রমিক সভাস্থলের কাজ শুরু করে দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মাঠের উত্তর প্রান্তে ৩৮ ফুট বাই ২৪ ফুটের মূল মঞ্চ তৈরি হবে। সভাস্থল সহ উপস্থিত সবার জন্য অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপর ছাউনি দেওয়া হবে। মূল মঞ্চের সামনে ৫০ ফুট ডি জোন রাখা হবে। ২২০ ফুট বাই ৩২০ ফুটের আচ্ছাদন বিশিষ্ট দর্শক আসনের ব্যবস্থা করা হবে। সভাস্থলে ২১ হাজার চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। দুটি ক্রেন ও দুটি আর্থ মুভার দিনরাত কাজ করে চলেছে। এছাড়াও থাকছে ভিআইপি জোন এবং পার্কিংয়ের ব্যবস্থা। দূর থেকে যে কর্মী-সমর্থকরা যানবাহন নিয়ে আসবেন, তাঁদের জন্য জাতীয় সড়কের দুই প্রান্তের দুটি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার অমিতের সভাস্থল পরিদর্শন করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও সহসভাপতি প্রদীপ সরকার। ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যও।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kenya Flood | দুবাইয়ের পর এবার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেনিয়া, জলের তলায় নাইরোবি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের (Dubai) পর এবার ভারী বৃষ্টিতে (Heavy rain) বিপর্যস্ত কেনিয়া (Kenya Flood)। জলের তলায় রাজধানী নাইরোবি (Nairobi) সহ অধিকাংশ এলাকা।...

Ahmedabad | ভারতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে উঠল যুবতীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় মাধবিন কামাথের বিরুদ্ধে আমেদাবাদ সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করা হল। সূত্রের খবর, এক যুবতীর ছবি...

Virat Kohli | আজ ২৫০তম ম্যাচ খেলতে নামছে আরসিবি, সমর্থকদের প্রশংসায় বিরাট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে ২৫০তম ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে দলের সমর্থকদের...

Patna Hotel Fire | সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন, হোটেলে পুড়ে মৃত্যু ৬ জনের, আহত...

0
পাটনা: গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলে আগুন (Patna Hotel Fire)। মৃত্যু হল অন্তত ৬ জনের। আহত আরও ৩০ জন। বিহারের রাজধানী পাটনার (Patna) ঘটনা। পুলিশ সূত্রে...

Kishanganj | রাত পোহালেই নির্বাচন, ১০ লক্ষ টাকা সহ ধৃত আরজেডি প্রার্থীর পিএ

0
কিশনগঞ্জ: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ঠিক আগের দিন রাজ্য সড়কে নাকাচেকিং চলাকালীন নগদ ১০ লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল...

Most Popular