Friday, March 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গশিলিগুড়িতে ১১ কুকুরছানাকে খুন! প্রতিবাদে মিছিল-সভায় শামিল পশুপ্রেমীরা

শিলিগুড়িতে ১১ কুকুরছানাকে খুন! প্রতিবাদে মিছিল-সভায় শামিল পশুপ্রেমীরা

শিলিগুড়ি: শহরে ১১টি কুকুরছানাকে খুনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সভা করলেন পশুপ্রেমীরা। এদিন নিজের কাজ সেরে শহরের বাসিন্দাদের অনেকেই এই ঘটনার প্রতিবাদে মিছিল ও সভায় যোগ দেন। সেখান থেকে কুকুর খুনের ঘটনায় যারা যুক্ত তাঁদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিন শতাধিক মানুষ হাতে মোমবাতি, প্ল্যাকার্ড হাতে সুভাষপল্লির বাঘাযতীন পার্ক এলাকায় পদযাত্রা করেন। যেই জায়গা থেকে কুকুর শাবকগুলির দেহ উদ্ধার হয়েছিল সেখান দিয়ে প্রতিবাদ মিছিলটি যায়।

উল্লেখ্য গত শনিবার রাতে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার ড্রেন থেকে ১১টি কুকুর শাবকের দেহ উদ্ধার হয। যা নিযে শহর জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পরে। ইতিমধ্যে ১১টি কুকুর শাবকের দেহেরই মযনাতদন্ত করা হয়েছে। পাশাপাশি যেখান থেকে কুকুরের দেহগুলি উদ্ধার করা হয়েছিল, তার পাশে পড়ে থাকা খাদ্যের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতাতে পাঠানো হয়েছে। পশুপ্রেমী প্রিয়া রুদ্রর কথায, শহরের মানুষ নিজেদের ব্যস্ততা সত্ত্বেও সময বের করে মন থেকে এই প্রতিবাদে শামিল হয়েছেন। পুলিশ খুব ভাল কাজ করেছে। আশা করছি, এই ঘটনার সঙ্গে যুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular