Tuesday, April 16, 2024
Homeজাতীয়বাহানাগা-বালাসোরের উন্নয়নে দেড় কোটি দান করলেন রেলমন্ত্রী

বাহানাগা-বালাসোরের উন্নয়নে দেড় কোটি দান করলেন রেলমন্ত্রী

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পরেই বালাসোরের নিকট বাহানাগা ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। গোটা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি সমূহ পরিস্থিতি সার্বিক নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অতন্দ্র ৭২ ঘণ্টা সময় কাটিয়েছিলেন ওই অঞ্চলে। বালাসোরের কাছে শতাব্দীর অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার খবর যেমন নড়েচড়ে বসেছিল গোটা দেশ, একই সঙ্গে রেলমন্ত্রীর কর্তব্যনিষ্ঠার প্রমাণে প্রশংসার ঢেউ বয়েছিল সর্বত্র। বৃহস্পতিবার এই মর্মেই আবারও সংবেদনশীলতার পরিচয় দিয়ে দূর্ঘটনা গ্রস্ত বালাসোর এবং বাহানাগা বাজার অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নকল্পে ১ কোটি ৫৫ লক্ষ টাকা দান করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেল সূত্রে জারি বিশেষ এক বিবৃতিতে জানা গিয়েছে, নিজের এমপিল্যাড-এর তহবিল থেকে অঞ্চলে উন্নয়ন ও বিকাশের স্বার্থে এই টাকা দান করেন বৈষ্ণো। রেল মন্ত্রকের সূত্রে দাবি, সংশ্লিষ্ট দানের ১ কোটি টাকায় উভয় অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যথা বাহানাগা বাজার স্টেশন অঞ্চলে ৫টি আধুনিক হল এবং কমিউনিটি সেন্টার, বাসুলি হাইস্কুলের কাছে ২টি শিশু উদ্যান, জিম, জাতীয় সড়ক এন এইচ ১৬ থেকে ৯৫ নম্বর লেভেল ক্রসিং পর্যন্ত পাকাপোক্ত রাস্তা, সরতিরায় গ্রামীণ সড়ক বিকাশ, প্রাণবন্ধু বিদ্যাপীঠ স্কুলে উন্নত খেলার মাঠ এবং ৪২টি সোলার স্ট্রিট লাইট লাগানোর মতো একাধিক কাজ সম্পন্ন করা হবে। এছাড়া বালাসোর জেলা সদর হাসপাতালের জন্য অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স তথা বালাসোর লায়ন্স আই হসপিটালের জন্য মডিউলার অপারেশন থিয়েটার গড়তে ৫৫ লক্ষ টাকা ধার্য করেছেন রেলমন্ত্রী।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে ২ জুন বালাসোর সন্নিকটে বাহানাগা বাজার অঞ্চলে ঘটে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, যাতে প্রাণ হারান ২৯৩ জন এবং আহত হন কয়েক হাজার মানুষ। দুর্ঘটনায় শুধু করমণ্ডল এক্সপ্রেস নয়, ক্ষতিগ্রস্ত হয় বালাসোর ও স্থানীয় বাহানাগা বাজার এবং অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ সেই রেল দুর্ঘটনার বিভীষিকা আজও তারা কাটিয়ে উঠতে পারেননি। এই দুর্ঘটনার পরেই বাহানাগা বাজার স্টেশন অঞ্চলের স্থানীয় বাসিন্দারা সবার আগে সাহায্য করতে ছুটে আসেন। স্থানীয় হাইস্কুলেই গড়ে তোলা হয় অস্থায়ী মর্গ। পরবর্তীকালে এই অঞ্চলের সাধারণ মানুষরা দুর্ঘটনায় মৃতজনদের আত্মার চিরশান্তি কামনায় শ্রাদ্ধশান্তিও করেন। গত ২০ জুন বাহানাগা বাজারে গিয়ে অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী ও অঞ্চলের বিকাশের জন্য যথাসম্ভব সাহায্যের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই দুর্ঘটনাস্থল দুই অঞ্চল-বালাসোর এবং বাহানাগা বাজার অঞ্চলের মানুষের উন্নতিকল্পে এই অর্থ সাহায্য করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | নিশীথের কনভয় আটকে তল্লাশি, ‘সবটাই কমিশনের নাটক’, দাবি কুণালের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নির্বাচন কমিশন তল্লাশি চালাল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে। মঙ্গলবার...

Sydney | রক্তাক্ত সিডনি, এবার গির্জায় হামলা কিশোরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের বিষ ছড়াচ্ছে অস্ট্রেলিয়ায় (Australia)! এবার রক্তাক্ত সিডনি (Sydney)। গতকাল একটি গির্জায় হামলা চালায় এক কিশোর। ছুরি দিয়ে আঘাত করে...

Fire Arms | পাচারের আগে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, চোপড়ায় গ্রেপ্তার দুই অস্ত্রের কারবারি  

0
চোপড়াঃ মঙ্গলবার সন্ধ্যায় চোপড়া থানার উদরাইল মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বাড়ি চোপড়া থানা এলাকাতেই। জানা গিয়েছে, এদিন...

Salman Khan | গুলিকাণ্ডের পর সলমনের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

0
তপন বকসি, মুম্বই: গুলিকাণ্ডের পর মঙ্গলবার সলমন খানের (Salman Khan) বাড়িতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। দেখা করেন সলমন ও তাঁর পরিবারের...

PM Narendra Modi | রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো

0
রায়গঞ্জ: ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok sabha election 2024)। তার আগে জোর প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। উত্তরবঙ্গে আসছেন একের পর এক হেভিয়েটরা।...

Most Popular