Wednesday, April 24, 2024
HomeMust-Read Newsপর্যটন টানতে নতুন ভাবনা, রাজবাড়ি পার্কে হচ্ছে হস্তশিল্পের বিপণনকেন্দ্র

পর্যটন টানতে নতুন ভাবনা, রাজবাড়ি পার্কে হচ্ছে হস্তশিল্পের বিপণনকেন্দ্র

চাঁদকুমার বড়াল, কোচবিহার: পর্যটনের প্রসারে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত পণ্য গোটা দেশে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কোচবিহার জেলা প্রশাসন। এবার রাজবাড়ি পার্কে হচ্ছে হস্তশিল্পের বিপণনকেন্দ্র। যেখানে এক ছাদের তলায় হাতে তৈরি গামছা, মেখলা, রেডিমেড বাহারি পোশাক মিলবে। তার সঙ্গে সেখানে একটি কাফেটারিয়াও করা হবে। আনন্দময়ী ধর্মশালায় পর্যটকদের সুবিধার জন্য ঘরোয়া খাবাবের স্টল থাকবে। জেলা শাসকের দপ্তরের সামনেও খাদ্যছায়া প্রকল্পে হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর ক্যাফে। সবমিলিয়ে তিনটি প্রকল্পে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করবে জেলা গ্রামোন্নয়ন সেল।

জেলা গ্রামোন্নয়ন সেলের ডেপুটি পিডি সৌমনা বন্দ্যোপাধ্যায় জানান, জেলা শাসকের নির্দেশে সমস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ভালো আয়ের মুখও দেখবে গোষ্ঠীগুলো। তারসঙ্গে তাদের তৈরি সামগ্রী গোটা দেশের বাজার পাবে।

রাজবাড়ির পাশে রয়েছে রাজবাড়ি পার্ক। সেখানে সারাবছরই দেশের নানা প্রান্তের পর্যটকরা আসেন। এখানে পার্কে ঢোকার মুখে বড় মাঠের মতো জায়গা রয়েছে। সেখানেই সৃষ্টিশ্রী প্রকল্পে হাতে তৈরি সামগ্রীর বিপণনকেন্দ্র হবে। দোতলা ভবনের নীচে থাকবে মেখলা থেকে শীতলপাটি, জ্যাম, আচার থেকে শুরু করে বেত ও বাঁশের তৈরি সামগ্রী। আবার তার উপরেই হবে কাফেটারিয়া। সেখানে নানা প্রকার খাবার বিক্রি করবেন তাঁরাই। তাই পর্যটকদের আকর্ষণের জন্য সুন্দরভাবে সাজানো হবে এই ভবনটি। সবমিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে প্রকল্পে। পূর্ত দপ্তর কাজটি করবে। জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি সামগ্রী এখানে আসবে। তবে টেন্ডার করে যে গোষ্ঠী কাজটি পাবে তারাই সামগ্রী নিয়ে আসার দায়িত্বে থাকবে।

অন্যদিকে, কোচবিহার আনন্দময়ী ধর্মশালায় সারাবছরই পর্যটকরা আসেন। তবে এখানে থাকার ব্যবস্থা থাকলেও খাওয়ার কোনও ব্যবস্থা নেই। তাই পর্যটকদের বাইরে থেকে খাবার খেতে হয়। তাঁদের কথা মাথায় রেখে এখানে থাকা ছোট পাক ঘরটি সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। এখানেও স্বনির্ভর গোষ্ঠী খাবারের দায়িত্বে থাকবে। এতে পর্যটকদের আর বাইরে যেতে হবে না খাবারের সন্ধানে। জেলা শাসকের দপ্তরে এখন ভালোমানের কোনও খাবাবের ব্যবস্থা নেই। তাই জেলা শাসকের দপ্তরের কর্মী ও এখানে কাজে আসা লোকজনের কথা চিন্তা করে স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত একটি খাবারের স্টল খোলা হবে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Betting App | বাড়ছে অনলাইন গেমিংয়ে আসক্তি, বেটিং অ্যাপের নেশায় বুঁদ স্কুল পড়ুয়ারাও

0
জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) কদমতলা মোড় থেকে তিন বন্ধু কেরানিপাড়ার দিকে যাচ্ছিল। দুজন সাইকেলে ও একজন হেঁটে। দেখে সম্ভ্রান্ত পরিবারের মনে হল। তাদের মধ্যে চলছিল...
Migrant worker's house burnt to ashes in a terrible fire

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বাড়ি, ক্ষতিগ্রস্ত আসবাব-অলংকার

0
কালিয়াচক: ভয়াবহ অগ্নিকাণ্ডে(Fire) পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের(Migrant Worker) ৪টি ঘর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে। ওই গ্রামের সামিউল...

Manipur | দ্বিতীয় দফার ভোটের আগে ফের অশান্ত মণিপুর, বিস্ফোরণে ক্ষতি সেতুর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার দ্বিতীয় দফায় আউটার মণিপুরের কিছু অংশে রয়েছে ভোটগ্রহন। তার দু’দিন আগেই কাঙ্গপোকপি জেলায় মধ্যম মানের তীব্রতাযুক্ত তিনটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত...

Sachin Tendulkar Happy Birthday | ৫১ তে মাস্টার ব্লাস্টার, শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেট ঈশ্বর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ২৪ এপ্রিল। দিনটি আর পাঁচদিনের থেকে একটু আলাদা।আজ মাস্টার ব্লাস্টারের জন্মদিন। পা রাখলেন ৫১ তে।এই বিশেষ দিনটা কেমন করে...

Global Warming | দ্রুত গলছে হিমবাহ, বড়সড়ো বিপর্যয়ের ইঙ্গিত!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জেরে ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। এপ্রিলেই প্রাণ ওষ্ঠাগত অবস্থা। বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে, গত বছর বিশ্বে সবচেয়ে...

Most Popular