Saturday, April 20, 2024
HomeExclusiveদিঘি দূষণ রুখতে সাইনবোর্ড টাঙালো রাজপরিবার

দিঘি দূষণ রুখতে সাইনবোর্ড টাঙালো রাজপরিবার

জলপাইগুড়ি: জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা এখনও বিচারাধীন। রাজপ্রাসাদের বাইরে কোন কোন সম্পত্তি হেরিটেজ তকমা পাবে তা নিয়ে এখনও শুনানি শুরু হয়নি। দিঘি, মন্দির, মেলার মাঠ সহ ফাঁকা জমির কোনগুলি হেরিটেজ, তা নিয়ে জেলা প্রশাসন, হেরিটেজ কমিশন, জলপাইগুড়ি পুরসভা গত বছর নিজেদের পৃথক হলফনামা আদালতে জমা দিয়েছে। এই অবস্থায় রাজবাড়ির শতাব্দীপ্রাচীন দিঘির জল আবর্জনা ফেলে দূষিত করে তোলা হচ্ছে, অথচ প্রশাসন থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় আবর্জনা ফেলা বন্ধ করতে অবশেষে রাজপরিবারের তরফেই উদ্যোগ নেওয়া হল। তাঁরা এব্যাপারে দিঘির চারপাশে সাইনবোর্ড টাঙিয়েছেন।

রাজপরিবারের উত্তরাধিকারী প্রসন্নদেব রায়কতের ছেলে গৌরীশংকরদেব রায়কত রাজবাড়িদিঘি, ফাঁকা জমি সহ মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দিয়ে সংরক্ষণের দাবিতে সার্কিট বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে। আদালত হেরিটেজ কমিশন, প্রশাসন, পুরসভাকে সম্পত্তির পর্যবেক্ষণ, সীমানা নির্ধারণ করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, বিষয়টি নিয়ে গৌরীশংকরদেব রায়কত ও রাজকুমারী প্রতিভা দেবীর ছেলে প্রণত বসুর বক্তব্যে সমন্বয় না পাওয়ায় রাজপ্রাসাদ বাদে আর কী কী সম্পত্তি হেরিটেজ স্বীকৃতি পাবে তা নিয়ে পুরসভা ও জেলা প্রশাসন আদালতে পৃথক হলফনামা জমা করেছে। এখনও মামলার শুনানি শুরু হয়নি।

এই অবস্থায় দিঘি সংরক্ষণে রাজপরিবারের এগিয়ে আসার বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। দিঘিতে আবর্জনা ফেললে মাছ মরে যাবে, জল দূষিত হবে। তাই দিঘির জল নোংরা করলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে রাজবাড়ির তরফে সাইনবোর্ডে লেখা হয়েছে।

রাজপরিবারের সদস্য সৌম্য বসু বলেন, ‘বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করব না। আমাদের পরিবার বংশপরম্পরায় রাজবাড়িতে বসবাস করছে। দিঘির জলে অনেক মাছ আছে। লোকজন দেখতে আসেন। দিঘির জল কোনও অবস্থাতেই দূষিত করা যাবে না। তাই সাইনবোর্ড টাঙিয়ে মানুষজনকে সতর্ক করা হয়েছে। পুরসভাকে বলেও আবর্জনা ফেলার ডাস্টবিন না দেওয়াতে আবর্জনা দিঘিতে ফেলছেন অনেকে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না।’

রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের কথায়, ‘এই দিঘি পবিত্র। রাজবাড়ির দুর্গা প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয়। তারপর দিঘি সাফাই করা হয়। সারাবছর যাতে কেউ আবর্জনা না ফেলেন, তাই এই ব্যবস্থা।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mithun Chakraborty | মিঠুনের রোড শো ঘিরে জন জোয়ার গঙ্গারামপুরে

0
গঙ্গারামপুর: অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড় শো ঘিরে জন জোয়ার গঙ্গারামপুরে (Gangarampur)। গাড়ির থেকেই গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই চেয়ে নিলেন অভিনেতা। বালুরঘাট লোকসভা কেন্দ্রে...

Elon Musk India Trip | ভারতে আসার পরিকল্পনা বাতিল ইলন মাস্কের, এক্সে নিজেই জানালেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেসলা কর্তা ইলন মাস্ক(Elon Musk)  বাতিল করলেন ভারত সফর(India Trip)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সঙ্গে একান্ত সাক্ষাৎকার করার কথা...

Dinhata bomb recovered | দিনহাটায় ফের দুটি তাজা বোমা উদ্ধার

0
দিনহাটা: লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার (Cooch Behar) জেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে...

Bison | সাতসকালে মাথাভাঙ্গায় বাইসন হানা, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বুনোকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা...

0
মাথাভাঙ্গাঃ ফের মাথাভাঙ্গা ব্লকে হানা দিল বাইসন। শনিবার সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে। এদিন সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম...

সাধারণের স্কুল আজ ছুটির স্কুলে পরিণত

0
বিদ্যুৎ রাজগুরু লিও টলস্টয় বলেছিলেন, ‘মানুষের অজ্ঞানতার মধ্যে সরকারের শক্তি নিহিত রয়েছে সরকার সেটা জানে। সেজন্য সরকার সত্যিকারের জ্ঞান চর্চার বিরোধিতা করে।’ সেই সংস্কৃতি...

Most Popular