Thursday, April 25, 2024
HomeExclusiveSiliguri | রবীন্দ্র মঞ্চের দায়িত্ব পাচ্ছে পুরনিগম, দেওয়া হবে সাহুডাঙ্গির শ্মশানের দায়িত্বও

Siliguri | রবীন্দ্র মঞ্চের দায়িত্ব পাচ্ছে পুরনিগম, দেওয়া হবে সাহুডাঙ্গির শ্মশানের দায়িত্বও

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) তরফে পুরনিগমের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হবে। একইসঙ্গে সাহুডাঙ্গির শ্মশানের দায়িত্বও পুরনিগমকে দেওয়ার বিষয়ে এসজেডিএ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সানি সরকার, শিলিগুড়ি: শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চের দায়িত্বভার এবার শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Corporation) হাতে যাচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) তরফে পুরনিগমের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হবে। একইসঙ্গে সাহুডাঙ্গির শ্মশানের দায়িত্বও পুরনিগমকে দেওয়ার বিষয়ে এসজেডিএ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিষয়গুলি নিয়ে শুক্রবার এসজেডিএর সঙ্গে পুরনিগমের বৈঠক হয়। বৈঠকে এসজেডিএর (SJDA) চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মেয়র গৌতম দেব ছাড়াও জলপাইগুড়ির ডিভশনাল কমিশনার অজিতকুমার বর্ধন উপস্থিত ছিলেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে কাওয়াখালিতে ফ্ল্যাট দেওয়ার ব্যাপারে লটারি (Lottery) করার ব্যাপারেও এদিন বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে সৌরভ বলেন, ‘শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চ পরিচালনার ক্ষেত্রে পুরনিগম আগ্রহ দেখিয়েছিল। আমরা চাই রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় বিষয় পুরনিগম করুক। তাই রবীন্দ্রমঞ্চ পুরনিগমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাহুডাঙ্গির শ্মশান নিয়ে কিছু সমস্যা রয়েছে। ওই সমস্যা মেটানোর পর শ্মশানটি পরিচালনার দায়িত্ব পুরনিগমকে দেওয়া হবে।’ চলতি মাসেই ৪২২টি ফ্ল্যাটের (Flat) জন্য লটারি করা হবে বলে সৌরভ জানান। গৌতমের বক্তব্য, ‘রবীন্দ্র মঞ্চ এবং শ্মশান নিয়ে এসজেডিএর সঙ্গে যাবতীয় আলোচনা হয়েছে। দুটি ক্ষেত্রেই বিশেষ নজর দেওয়া হবে। রবীন্দ্র মঞ্চ এবং সাহুডাঙ্গির শ্মশানের দায়িত্ব আমাদের হাতে আসার পর দীনবন্ধু মঞ্চ এবং কিরণচন্দ্র শ্মশানের ওপর চাপ কমবে বলে আশাবাদী।’

বাম জমানায় শক্তিগড়ে রবীন্দ্র মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে এসজেডিএ প্রথম উদ্যোগী হয়। কিন্তু কিছুদিন কাজ চলার পর তা থমকে যায়। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর রবীন্দ্রনাথ ঘোষ যখন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন, তখন রবীন্দ্র মঞ্চ গড়ে তোলার কাজ নতুন গতি পায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দ্রুততার সঙ্গে কাজ শেষ করে। কাজ শেষে মঞ্চটি দেখভালের জন্য এসজেডিএকে দায়িত্ব দেওয়া হয়। উন্নয়ন সংস্থাটি আবার মঞ্চটি পরিচালনার ক্ষেত্রে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ (Contracted) হয়। করোনাকালে সংস্থাটিকে চরম ক্ষতির মুখে দেখতে হয়। যার জন্য সংস্থাটি দায়িত্ব ছেড়ে দিতে চায়। যদিও এখনও সংস্থাটি সিনেমা (Cinema) প্রদর্শন করছে।

এদিকে, উদ্বোধনের কয়েক বছর কেটে গেলেও দ্বিতীয় তলে চেয়ার বসেনি। সাউন্ড সিস্টেম (Sound System) নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। আরও কয়েকটি ক্ষেত্রেও সমস্যা রয়েছে। এমন পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে কিছুদিন ধরেই রবীন্দ্র মঞ্চের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে এসজেডিএর মধ্যে আলোচনা চলছিল।  পুরনিগম এগিয়ে আসে। অন্যদিকে, সঠিক পরিচালনার অভাবে সাহুডাঙ্গি শ্মশানে বিদ্যুৎ বিলের (Electricity Bill) বকেয়ায় পরিমাণ প্রায় দেড় কোটি টাকায় পৌঁছে যায়। এই টাকা পরিশোধের পরই পুরনিগম দায়িত্ব নেবে বলে এসজেডিএ সূত্রে খবর।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

RSS | সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ আরএসএসের চিঠি, কী রয়েছে এই চিঠিতে?

0
রায়গঞ্জ: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরএসএসের প্যাডে বিজেপির জেলা সভাপতিকে লেখা চিঠি। চিঠিতে লেখা রয়েছে, ‘রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীকে যেন কোনওভাবেই...

Cooch Behar Panchanan Barma University | পিবিইউ’র রেজিস্ট্রারকে শোকজ উপাচার্যের, কিন্তু কেন?

0
কোচবিহার: উপাচার্যের অনুমতি না নিয়ে পারচেস এবং টেন্ডার কমিটির বৈঠক করা, অফিস অর্ডার পালন না করা, রাজভবনে চিঠি পাঠানো সহ একাধিক কারণে কোচবিহার পঞ্চানন...

Jalpaiguri | রমরমিয়ে চলছে বেআইনি ওয়াটার আউটলেটের ব্যবসা,যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জল তোলায় বিপদের আশঙ্কা

0
ময়নাগুড়ি: বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করে তিস্তা নদী সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রমরমিয়ে চলছে একাধিক ‘ওয়াটার আউটলেট’। প্রশাসনের নাকের ডগায় গত কয়েক মাসে...

Lok Sabha Election 2024 | চাকরি হারিয়েও তাঁরা নির্বাচন কর্মী, বুথে রওনা রাকেশ-দেবপ্রিয়া-প্রিয়াংকাদের

0
সুবীর মহন্ত ও চন্দ্রনারায়ণ সাহা, বালুরঘাট ও রায়গঞ্জ: আদালতের নির্দেশে তাঁরা এখনও চাকরিহারা। কিন্তু এখনও ‘নির্বাচন কর্মী’। তাই ডিসিআরসি থেকে বুথের উদ্দেশে রওনা দিলেন...

PM Narendra Modi | তাপপ্রবাহের লাল সতর্কতার মধ্যে মালদায় মোদির সভা

0
নিউজ ব্যুরো: রাত পোহালেই মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্বাচনি জনসভা। এদিকে রায়গঞ্জ (Raiganj) ও বালুরঘাট (Balurghat) কেন্দ্রে ভোট। ঠিক তার আগের...

Most Popular