Friday, April 26, 2024
HomeBreaking Newsতদন্তে সহযোগিতা করবেন, সারদার ফাইল লোপাট মামলায় বললেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

তদন্তে সহযোগিতা করবেন, সারদার ফাইল লোপাট মামলায় বললেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

কলকাতা: রাজনৈতিক পরিসরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংঘাত তুঙ্গে। এরই মধ্যে সারদার ফাইল লোপাট মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে ডেকে পাঠাল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টা ১৩ মিনিটে থানায় প্রবেশ করেন সৌমেন্দু। তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, কাঁথির দিঘা বাইপাসে সারদা এনক্লেভ তৈরির জন্য সারদাকর্তা সুদীপ্ত সেন পুরসভাকে মোটা অংকের টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। পুরসভার পাশাপাশি টাকা সারদাকর্তা অধিকারীদের হাতেও তুলে দেন বলে অভিযোগ। কাঁথি পুরসভার সারদার ফাইলের বিষয় জানার জন্য শহরের এক আইনজীবী আরটিআই করেছিলেন। জানা যায়, সারদা সংক্রান্ত ওই ফাইলটি উধাও হয়ে যায়। এরপর পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না তদন্তের জন্যে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কাঁথি থানার পুলিশ তদন্ত নেমে তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে গত বছর জিজ্ঞাসাবাদ করে। সেই মামলায় সেন্ট্রাল জেলে গিয়ে সুদীপ্ত সেনকে ইতিমধ্যে জেরা করেছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। পাশাপাশি প্রক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতিকেও জেরা করা হয়। সেই মামলাতে প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দুকে ফের চলতি বছর ৩১ মার্চ জিজ্ঞাসাবাদ করা হয়। ফের একবার কাঁথি থানার পুলিশের তরফে ৩১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়। ২ নভেম্বর তাঁকে তদন্তের জন্য ডাকা হয়েছিল। সেইমতো এদিন আসেন সৌমেন্দু। এ প্রসঙ্গে তিনি জানান, প্রায় ছয় মাস পর ফের অহেতুক নোটিশ পাঠাল পুলিশ। মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাই তিনি যাবেন। তদন্তে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

BJP | ভোটের আবহে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে বাংলায় বিজেপি (BJP) কর্মীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না (Moyna)...

Lok Sabha Election 2024 | রায়গঞ্জে ইভিএম বিভ্রাট, ছেলে মিছিলকে নিয়ে ভোটের লাইনে দীপা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  রাজ্যের তিন লোকসভা আসনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ আসনে সকাল থেকে...

Lok Sabha Election 2024 | আজ দ্বিতীয় দফা, দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিনকেন্দ্রে ভোটগ্রহণ শুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়ে গেল দ্বিতীয় দফার ভোট গ্রহন। রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট শুরু হয়েছে। আসনগুলি...

Loksabha Election 2024 | আর কিছুক্ষণের মধ্যেই শুরু দ্বিতীয় দফার ভোট, শেষ প্রস্তুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয় দফায় রাজ্যের ৩ আসনে আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হচ্ছে (Loksabha Election 2024)।  সারা দেশের ৮৮...

Lok Sabha Elections 2024 | ভোটের আগের রাতে শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকা

0
শিলিগুড়ি: ভোটের আগের রাতে বিপুল নগদ সহ এক ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন রাত ১০ টা নাগাদ শিলিগুড়ির জলপাইমোড়ে নাকা চেকিং চলাকালীন...

Most Popular