Thursday, April 25, 2024
HomeTop NewsStopped child marriage | কিশোর-কিশোরীর বিয়ে আটকাল প্রশাসন, উদ্যোক্তাদের খুঁজছে পুলিশ

Stopped child marriage | কিশোর-কিশোরীর বিয়ে আটকাল প্রশাসন, উদ্যোক্তাদের খুঁজছে পুলিশ

চোপড়াঃ চোপড়া ব্লকের (Chopra) মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নন্দকিশোরগছে বাল্যবিবাহ (Child marriage) আটকালেন ব্লক প্রশাসন (Block administration)। বৃহস্পতিবার রাতে স্থানীয় এক মন্দিরে কিশোর কিশোরীর বিয়ের আয়োজন করেছিলেন জনাকয়েক গ্রামবাসী। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেস্তে দেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নাবালক (Minor) পাত্র-পাত্রীকে উদ্ধার করে এদিন রাতেই থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার তাঁদের রায়গঞ্জের (Raiganj) একটি হোমে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই বেপাত্তা বিয়ের উদ্যোক্তারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় নন্দকিশোরগছ এলাকার একটি মন্দিরে স্থানীয় এক কিশোরের সঙ্গে এক কিশোরীর বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিশোর পাত্র এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। পাত্রের বাড়িতে আপত্তি সত্ত্বেও স্থানীয়দের একাংশের উদ্যোগে মন্দিরে বিয়ের আয়োজন করা হয় এক নাবালিকার সঙ্গে। সেই খবর কানে আসতেই কাঁচাকালী ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন ব্লক প্রশাসনের এক আধিকারিক। এরপরই ঘটনাস্থলে পৌঁছে বিয়ে আটকে দেন তাঁরা। সেই সময়ই বিয়ের উদ্যোক্তারা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যায়। ব্লক প্রশাসনের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই পাত্র-পাত্রী দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার দুজনকেই রায়গঞ্জ হোমে পাঠায় পুলিশ। বিয়ের উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক অবশ্য বলেন, ব্লক প্রশাসনের উদ্যোগে রাতে এলাকায় একটি বাল্যবিবাহ আটকানো সম্ভব হয়েছে। যেহেতু ছেলে মেয়ে উভয়ের উপযুক্ত বিবাহের বয়স এখনও হয়নি সেকারণে দুজনকেই হোমে পাঠিয়েছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jaldapara | অস্থির জলদাপাড়ার বুনোরা, নেপথ্যে বালিমাফিয়া

0
ফালাকাটা: কুঞ্জনগর বনাঞ্চলের একটি অংশ দিয়ে বয়ে গিয়েছে ময়রা নদী। এই নদীর পূর্ব দিকে জলদাপাড়ার জঙ্গল। ময়রা নদীতে তাই জলদাপাড়ার হাতি, বাইসন, হরিণ সহ...

Sukanta Majumdar | ‘তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন’, নিদান সুকান্তর

0
বালুরঘাট: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) পেরোলে তৃণমূল (TMC) থাকবে না। যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরা ভোটের আগে তৃণমূল নেতাদের কাছে যান...

GTA Teacher Recruitment Case | পাহাড়ের নিয়োগ মামলায় নয়া তথ্য CBI-র হাতে, দ্রুত রিপোর্ট...

0
শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনেস্ট্রেশন (জিটিএ) এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যে বেশ কিছু তথ্য...

Alipurduar | বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন শৌর্যদীপ

0
আলিপুরদুয়ার: প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা, খনিজ তেল সহ অন্য জ্বালানির ভাণ্ডার। বিশ্বজুড়েই চলছে বিকল্প জ্বালানির খোঁজ। বিভিন্ন দেশের গবেষকরা এজন্য গবেষণা...

জল সেচের জন্য গুনতে হচ্ছে ঘন্টাপ্রতি টাকা, তীব্র গরমে মাথায় হাত চাষিদের

0
ফালাকাটা ও সোনাপুর: প্রখর রোদ দেখে বুধবার সকালেই ঝিঙেখেতে হাজির বংশীধরপুরের চাষি উত্তমকুমার দাস। দেখলেন, মাটি শুকিয়ে গিয়েছে। দু’দিন আগেই জল দিয়েছিলেন। কিন্তু বৃষ্টি...

Most Popular