Thursday, March 28, 2024
HomeBreaking NewsTamluk cooperative elections | সমবায়ে জয়জয়কার সিপিএমের, তমলুকে তৃণমূল-বিজেপিকে হারিয়ে লাল আবীর...

Tamluk cooperative elections | সমবায়ে জয়জয়কার সিপিএমের, তমলুকে তৃণমূল-বিজেপিকে হারিয়ে লাল আবীর ওড়ালো বামেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (Tamluk cooperative elections) সমবায় ভোটে জয়জয়কার বামেদের। তৃণমূল এবং বিজেপিকে পিছনে ফেলে সমবায় নির্বাচনে জিতেছে সিপিআইএমের প্রগতিশীল মোর্চা (CPIM Progressive front)। রবিবার এই ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর গ্রাম। রবিবার কড়া পুলিশি প্রহরায় ভোট হয় শান্তিপুর সমবায় সমিতির। বামেদের পাশাপাশি সমবায়ের ভোটে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপিও। নির্বাচনে মোট ৫৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩৫ জন প্রার্থী। ফল প্রকাশ হতে দেখা যায় সিপিআইএমের প্রগতিশীল মোর্চা ২৬টি আসনে জয়ী হয়েছে। তৃণমূল পেয়েছে ১৬টি এবং বিজেপির দখলে যায় ১০টি আসন। বাকি দুটি আসনে জয়লাভ করেন নির্দল প্রার্থী।

টানা ৪৫ বছর ধরে শান্তিপুর সমবায় সমিতি বামেদের দখলেই রয়েছে। ২০১৮ সালে সমিতির ফান্ড সমস্যার কারণে সেবারে মিলিঝুলি বোর্ড হয়েছিল। এবারেও তার ব্যতিক্রম হয়নি।  লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপিকে টপকে এই জয়ে উচ্ছ্বসিত বাম শিবির। ফল প্রকাশের পর লাল আবির খেলায় মেতে ওঠেন সিপিএমের কর্মী সমর্থকেরা। লোকসভা ভোটের আগে এই জয় এলাকার কর্মীদের মনোবল আরও বৃদ্ধি করবে বলেই দাবি করছেন জেলা বাম নেতৃত্ব। সিপিএম প্রগতিশীল মোর্চার নেতা স্নেহাশিস ঘড়া বলেন, “পরিস্থিতি বদলাচ্ছে। মানুষ যে আবার সিপিএমকে দায়িত্ব দিতে চায়, এই রায় তারই প্রমাণ।”

এই নির্বাচন প্রসঙ্গে তৃণমূল অবশ্য জানিয়েছে, গত ৪৫ বছর ধরে এই সমবায় বামেদের দখলে রয়েছে। তাই এই ফলাফল নতুন কিছু নয়। বিজেপির স্থানীয় নেতৃত্বদের বক্তব্য, বাম তৃণমূলের লড়াইয়ের মাঝেও এলাকার মানুষ তাঁদের ওপর আস্থা রেখেছেন বলেই ১০টি আসনে জয় এসেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular