Saturday, April 20, 2024
HomeMust-Read Newsআজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে মায়ের বিশেষ পুজো

আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে মায়ের বিশেষ পুজো

বীরভূম: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এদিন তারাপীঠে শুরু হয়েছে মায়ের বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। প্রতিবার কৌশিকী অমাবস্যায় অগণিত ভক্ত আসেন মায়ের পুজো দিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এদিন ভোর ৪টা ৩১ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়। অমাবস্যার তিথি চলবে ১৫ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল ৬টা ৩৯ মিনিট পর্যন্ত। সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। তাই কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এদিন সারাদিন তারাপীঠে চলবে পুজো অর্চনা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজার হাজার হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি। তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট। তারাপীঠ মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড।

মন্দির কমিটির পক্ষ থেকে ১৭৫ জন বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের আধিকারিক সহ হাজার জন পুলিশ কর্মী এবং ১ হাজার ৭০০ জন সিভিক ভল্যান্টিয়ার মোতায়েন করা হবে। থাকবে মহিলা ও সাদা পোশাকের পুলিশ। বুধবার দুপুর ২টা থেকেই তারাপীঠে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়, চাকপাড়া মোড়, মল্লারপুরের আম্বা মোড়, বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে আটকে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ি। তবে সেখান থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত যাতায়াতের জন্য রাখা থাকবে পর্যাপ্ত পরিমাণে টোটো ও অন্যান্য গাড়ি।

ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বীরভূম জেলা প্রশাসন। আবাসিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তারাপীঠে অলিতেগলিতে যাতে দমকলবাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সেই মতো বুধবার দমকলবাহিনীর লোকজনদের নিয়ে তারাপীঠ মন্দিরের প্রধান রাস্তাগুলিতে অভিযান চালায় রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরণ করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Talk to Mayor | নির্বাচন কমিশনের নির্দেশ! মাঝ পথে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান বন্ধ...

0
শিলিগুড়িঃ নির্বাচন কমিশনের নির্দেশে অনুষ্ঠান চলাকালীন মাঝ পথে ‘টক টু মেয়র’ লাইভ অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত শনিবার মেয়রের...

Mithun Chakraborty | মিঠুনের রোড শো ঘিরে জন জোয়ার গঙ্গারামপুরে

0
গঙ্গারামপুর: অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শো ঘিরে জন জোয়ার গঙ্গারামপুরে (Gangarampur)। গাড়ির থেকেই গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই চেয়ে নিলেন অভিনেতা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের...

Elon Musk India Trip | ভারতে আসার পরিকল্পনা বাতিল ইলন মাস্কের, এক্সে নিজেই জানালেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেসলা কর্তা ইলন মাস্ক(Elon Musk)  বাতিল করলেন ভারত সফর(India Trip)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সঙ্গে একান্ত সাক্ষাৎকার করার কথা...

Dinhata bomb recovered | দিনহাটায় ফের দুটি তাজা বোমা উদ্ধার

0
দিনহাটা: লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার (Cooch Behar) জেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে...

Bison | সাতসকালে মাথাভাঙ্গায় বাইসন হানা, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বুনোকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা...

0
মাথাভাঙ্গাঃ ফের মাথাভাঙ্গা ব্লকে হানা দিল বাইসন। শনিবার সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে। এদিন সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম...

Most Popular