Friday, April 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গManik Saha | মালদায় বিজেপির প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বন্ধ থাকছে স্কুল

Manik Saha | মালদায় বিজেপির প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বন্ধ থাকছে স্কুল

মালদা: অন্য দল নাম ঘোষণা করতে না পারলেও বিজেপির প্রার্থীরা জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। বৃহস্পতিবার মালদায় প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপির মুখপত্র অজয় গাঙ্গুলি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় রেলপথে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বেলা ১১টা থেকে পুরাতন মালদার একটি বিলাসবহুল হোটেলে উত্তর মালদার বুথ সভাপতিদের নিয়ে দলীয় বৈঠক করবেন। দুপুর সাড়ে তিনটায় মালদা শহরের ৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণ মালদার প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেবেন। বিকেল পাঁচটায় রেলপথে তিনি ফিরে যাবেন।’

মানিক সাহার এই কর্মসূচি নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য মালদা শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠান বার্লো বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে চারদিন বন্ধ রাখার জন্য চিঠি দিয়ে জানাল জেলা পুলিশ। আর এই ঘটনাটি সামনে আসতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূল নেতাদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্য কোনও জায়গায় নিরাপত্তাকর্মীরা থাকতেই পারতেন।

আর প্রশ্নটা উঠেছে এখানেই। সাড়ে সাত ঘণ্টার সফরে কেন স্কুল বন্ধ চারদিন? যদিও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানিয়েছেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তার কথা বলা হয়েছে, তা নগণ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে যে ব্যবস্থা হয়ে থাকে, তার থেকে অনেক কম ব্যবস্থা করা হয়েছে।’ এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানিয়েছেন, ‘জেলা পুলিশ সুপারের অফিস থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসার জন্য ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে ওই স্কুলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ১০০ জন পুলিশকর্মী থাকবে। যদিও এর মাঝে ৮ মার্চ শিবরাত্রি সরকারি ছুটি রয়েছে।’

হঠাৎ করে জেলা পুলিশের এমন চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। চরম অসন্তোষ প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সী বলেন, ‘এটা কোনও সরকারি কর্মসূচি নয়, রাজনৈতিক প্রচার। মালদাই অনেক জায়গা রয়েছে নিরাপত্তা কর্মীদের থাকার জন্য। শিক্ষাপ্রতিষ্ঠান হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা ঠিক নয়।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | সন্দেশখালিতে পৌঁছল এনএসজি, অস্ত্র উদ্ধার হতেই শুরু তৎপরতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে অস্ত্র। শুক্রবার সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়া এলাকায় হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিদেশি অস্ত্রশস্ত্র...
treatment was not even on sasthya sathi card death of little Alamgir in Kolkata

স্বাস্থ্যসাথী কার্ডেও হয়নি চিকিৎসা, কলকাতায় মৃত্যু ছোট্ট আলমগিরের

0
জামালদহ: অবশেষে হয়রানির অবসান। গত দুইমাস ধরে গোটা পরিবার প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপর অনেক ছোটাছুটির পর স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোম ঘুরলেন।...

Lok Sabha Election 2024 | ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা নকশালবাড়ির বুথে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির (Naxalbari) ২৫/৭৭ নম্বর বুথে। জানা গিয়েছে, বাগডোগরার (Bagdogra) বাসিন্দা আসমা খাতুন শুক্রবার ভোট...
Five rooms were burnt to ashes in the terrible fire

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচটি ঘর, ক্ষতিগ্রস্ত টাকা-আসবাবপত্র 

0
চালসা: ভয়াবহ অগ্নিকাণ্ডে(Fire) পুড়ে ছাই দুটি বাড়ির ৫টি ঘর। আগুনে ভস্মীভূত ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, টাকাপয়সা সহ আসবাবপত্র। পাশাপাশি আগুনে পুড়ে ৪টি গোরুর মৃত্যু...

Leopard caged | ক্রান্তিতে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তি এলাকায়

0
ক্রান্তি: সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caged)। শুক্রবার ঘটনাটি ঘটে ক্রান্তি (Kranti) ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়। স্থানীয় আব্দুল গফুর, সোহেল রানা জানিয়েছেন, কয়েকদিন ধরে...

Most Popular