Friday, April 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গCoochbehar | ভোট প্রচারে ভিআইপি সমাগম কোচবিহারে, আসছেন অমিত শা-অভিষেক

Coochbehar | ভোট প্রচারে ভিআইপি সমাগম কোচবিহারে, আসছেন অমিত শা-অভিষেক

কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রচারে উত্তপ্ত হতে চলেছে কোচবিহার। ২ এপ্রিল কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কোনও নির্বাচনি জনসভা না করলেও দলের নির্বাচনি কমিটির সঙ্গে বৈঠক করবেন। তবে বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্টমন্ত্রী অমিত শা কোচবিহার রাসমেলা মাঠে সভা করবেন বলে ঠিক হয়েছে। তাঁর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চারটি সভা করবেন বলে ঠিক হয়েছে। এজন্য পরিকল্পনা করা হচ্ছে।

জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেভিওয়েট নেতৃত্ব ও সেলেব্রিটিরা কোচবিহারে জনসভায় ও প্রচারে থাকবেন। তবে সবটাই ঠিক হবে ২ এপ্রিল অভিষেকের নির্বাচনি কমিটির সঙ্গে বৈঠকের পর। সেখানে কোচবিহার লোকসভা আসন দখল করতে কী রূপরেখা তৈরি হয় এবং কী নির্দেশ অভিষেক দেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকের পর সব ঠিক হবে।

এদিকে, কোচবিহার রাসমেলা মাঠে ৭ এপ্রিল অমিত শা জনসভা করবেন বলে ঠিক হয়েছে। ১ এপ্রিল শুভেন্দু অধিকারী কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের জন্য শীতলকুচি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে তুফানগঞ্জে জনসভা করবেন। প্রচারেও অংশগ্রহণ করবেন। ৬ এপ্রিল ফের এসে তিনি কোচবিহার লোকসভা আসনের প্রার্থীর জন্য দিনহাটায় ও আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থীর জন্য কুমারগ্রামে জনসভা করবেন। প্রচারেও অংশ নেবেন।

বিজেপি নেতা তথা বিধায়ক নিখিলরঞ্জন দে জানান, শুভেন্দু অধিকারী ও অমিত শা’র সভা এখনও পর্যন্ত ঠিক হয়েছে। তবে বাকি কারা আসবেন তা চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sukanta Majumdar | সুকান্তকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের, উত্তেজনা পতিরামে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) চলাকালীন উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের পতিরামে। সেখানে জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক...

Sukanta Majumdar | বিজেপি বিপুল ভোটে জয়ী হবে, ভোট দিয়ে আশাবাদী সুকান্ত

0
বালুরঘাট: ভোট দিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত জানান, গত রাতেই তাঁদের এজেন্টের বাড়িতে তৃণমূলের তরফে হামলা...

Lok sabha Election 2024 | দেশে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, আজ রাহুল-থারুর-হেমার ভাগ্য নির্ধারণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিডিটাল ডেস্ক: শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। (Loksabha Election 2024)। সারা দেশের ৮৮ আসনে ভোট হচ্ছে এদিন। এই দফায়...

বেতের সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা মেটেলির জুলেখার   

0
চালসা: কথায় আছে যে নারী রাধে, সে চুলও বাঁধে। মেটেলি ব্লকের অন্তর্গত বাতাবাড়ির গৃহবধূ বেতের সামগ্রী তৈরি করে আজ স্বাবলম্বী। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল...

নির্বাচন জন্ম দেয় বহু আন্তরিক সম্পর্কেরও

0
শঙ্খনাদ আচার্য কর্মসূত্রে কোচবিহারের বাসিন্দা সুদূর মুর্শিদাবাদের তরুণ, কেনই বা প্রান্তিক মহকুমা শহর দিনহাটার মানুষের জন্য রাতে শোয়ার বিছানা তৈরি করে দেবেন? কেনই বা...

Most Popular