Thursday, March 28, 2024
HomeMust-Read NewsViral Video of Yogi | চুল-দাড়ি জমে বরফ, যৎসামান্য পোশাকে তুষারাবৃত পাহাড়ে...

Viral Video of Yogi | চুল-দাড়ি জমে বরফ, যৎসামান্য পোশাকে তুষারাবৃত পাহাড়ে ধ্যানমগ্ন এক যোগী! কে ইনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা ঠান্ডা। তুষারাবৃত পাহাড়। তারই মধ্যে অবিচল ধ্যানমগ্ন এক যোগী। না এ কোনও পৌরানিক গল্পগাথা নয়। রীতিমতো বাস্তব। গরম পোশাকের কোনও বালাই নেই, গায়ে যৎসামান্য আবরণ রয়েছে। সেই অবস্থাতেই পদ্মাসনে বসে আছেন ওই যোগী মহারাজ। কোলের উপর দুটি হাত জড়ো করে রাখা। তাঁর চুল, দাড়ি, রুদ্রাক্ষের মালা, পরনের সামান্য পোশাক, সবই বরফে সাদা হয়ে আছে। চুল-দাড়িতে এতটাই বরফ জমেছে, যে সেগুলি জমে শক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি এই যোগীর ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা দেখে অনেকেই এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি বলে সন্দেহ করেছেন। তবে এর পেছনে আসল সত্যিটা কী?

চলতি মাসের শুরুতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এই ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিওটি হিমাচল প্রদেশের কুলু জেলার সেরাজ উপত্যকার। ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় এই দুর্গম উপত্যকায়। আর ভিডিওয় যে যোগীকে তীব্র ঠাণ্ডার মধ্যেও ধ্যানে অবিচল থাকতে দেখা যাচ্ছে, তিনি যোগী সত্যেন্দ্রনাথ। কুলু জেলার বনজারের বাসিন্দা তিনি। গত ২২ বছর ধরে কৌলন্তক পীঠ আশ্রমে যোগ অনুশীলন করে আসছেন তিনি। নাথ সম্প্রদায়ের গুরু, ঈশনাথ হিমালয় যোগ ঐতিহ্যের অনুসারী। তাঁর অনুগামীরা তাঁকে ডাকেন ঈশপুত্র নামে। বর্তমানে কৌলন্তক পীঠের প্রধান পদে রয়েছেন ঈশপুত্র। ঈশ্বরের সাধনার পাশাপাশি, তিনি নিয়মিত যোগব্যায়াম করে থাকেন। অন্তত আটটিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছেন ইশপুত্রের ভক্তরা। ভিডিও দেখে অনেকে হতবাক হয়ে গেলেও, ঈশপুত্রকে যাঁরা চেনেন, তাঁদের কাছে এটা কোনও নতুন বিষয় নয়। আসলে, আশৈশব তিনি যোগাভ্যাস করছেন। তুষারপাতের মধ্যে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে, তার মধ্যে বসে নির্লিপ্তভাবে ধ্যান করার জন্য কঠোর যোগাভ্যাসের প্রয়োজন। যোগী সত্যেন্দ্রনাথ কত বড় যোগী, তা এই ভিডিও দেখেই উপলব্ধি করা যায় বলে মনে করছেন তাঁর ভক্তরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধ্যানরত ঈশপুত্রের এই ভিডিও যে কারও মনে আধ্যাত্মিকভাবের জন্ম দিতে পারে।

জানা গিয়েছে, এই ভিডিওটি চলতি মাসের প্রথম সপ্তাহে রেকর্ড করেছিলেন যোগী সত্যেন্দ্রনাথের শিষ্য রাহুল। তিনি প্রায়ই তাঁর গুরুর বিভিন্ন যোগাভ্যাস ও ধ্যান করার ভিডিও রেকর্ড করেন। জানা গিয়েছে, ঈশনাথ হিমালয় যোগঅভ্যাস যাতে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular