Thursday, March 28, 2024
HomeBreaking NewsWorld Record | প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান, বিশ্বরেকর্ড গড়লেন হায়দ্রাবাদের তন্ময়...

World Record | প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান, বিশ্বরেকর্ড গড়লেন হায়দ্রাবাদের তন্ময় আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্রুততম ত্রিশতরান (fastest triple hundred) করে বিশ্বরেকর্ড (World Record) গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল (Tanmoy Agarwal)। হায়দরাবাদের (Hyderabad) এই ব্যাটার ১৬০ বলে ৩২৩ রান করেছেন অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিরুদ্ধে। ১৪৭ বলে তিনি ত্রিশতরান করে ভেঙে দিয়েছেন মার্কো মারাইসের। অস্ট্রেলিয়ার মার্কো মাইরাস ২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিশতরান করেছিলেন ১৯১ বলে। শুধু তাই নয়, তন্ময় ভেঙে দিয়েছেন বীরেন্দ্র শেহবাগের রেকর্ডও। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই দিনে ২৮৪ রান করেছিলেন তিনি। সেই নজির ভেঙে তন্ময় একটি দিনেই করেছেন ৩২৩ রান।

তন্ময়ের বিধ্বংসী ইনিংসে রিয়েছে ২১টি ছয় এবং ৩৩টি চার। তাঁর বিধ্বংসী ইনিংসের দৌলতে মাত্র ৪৮ ওভারে ৫২৯-১ তুলেছে হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে অরুণাচল প্রদেশ গুটিয়ে যায় মাত্র ১৭২ রানেই। শুক্রবার এক দিনে অরুণাচল এবং হায়দরাবাদের ইনিংস মিলিয়ে মোট ৭০১ রান উঠেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এক নম্বরে রয়েছে ৭২১ রান। এই রান উঠেছিল এসেক্স এবং দ্য অস্ট্রেলিয়ান্সদের বিরুদ্ধে একটি ম্যাচে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular