Thursday, April 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গউত্তরবঙ্গজুড়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

উত্তরবঙ্গজুড়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

উত্তরবঙ্গ ব্যুরো: আজ বিশ্ব আদিবাসী দিবস। রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গজুড়ে আদিবাসী দিবস পালন করা হচ্ছে। নানা জায়গায় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী। এদিন জেলায় ১৫০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করা হয় এবং ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের কৃতি মানুষদের সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী গোলাম রব্বানী বলেন, ‘এই দিনটি ঐতিহাসিক দিন অর্থাৎ আদিবাসী দিবস। আজ মুখ্যমন্ত্রী ১৩টি জেলায় ১৮টি ব্লকে এই অনুষ্ঠানের সূচনা করে।‘

বুধবার বিশ্ব আদিবাসী দিবসে সারনা কোড লাগু করানোর জোরদার দাবি তোলা হল আদিবাসী সংগঠন রাজিপাড়হা সারনা প্রার্থনা সভার তরফে। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য মহাসচিব ভগবানদাস মুন্ডা অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেশের জনগণনায় সারনা কোড লাগু করানোর দাবি কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের দাবিকে স্বীকৃতি দিচ্ছে না। মণিপুরে আদিবাসীদের ওপর যেভাবে অত্যাচার চলছে তা অবর্ণনীয়। কেন্দ্রীয় সরকার মণিপুরের শান্তি ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছে না। দেশের প্রায় প্রতিটি রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অকথ্য নিপীড়ন চলছে। কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে আমরা দেশজুড়ে বড় আন্দোলন শুরু করব। প্রয়োজনে সংসদ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।’ এদিন রাজিপাড়হা সারনা প্রার্থনা সভা, আদিবাসী বিকাশ পরিষদ সহ একাধিক সংগঠনের তরফে কালচিনি ব্লকের সাতালি চা বাগানের বীর বিরসা মুন্ডা ময়দানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চোপড়া ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে কালাগছ আলোরণী সংঘ মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ, ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সহ  অন্যান্যরা। এদিন কালাগছ থেকে সদর চোপড়া পর্যন্ত শোভা যাত্রা বের করা হয়। সরকারি বিভিন্ন প্রকল্পের স্টল দেওয়া হয়। বিভিন্ন প্রকল্পের উপভোক্তদের হাতে শংসাপত্র ও সামগ্রী তুলে দেওয়া হয়। চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, ‘এদিন সরকারিভাবে বিশ্ব অধিবাসী দিবস পালন করা হচ্ছে। অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিন গাজোলের অন্নদাশঙ্কর সদনে সাড়ম্বরে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও ত্রাণ দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা প্রজেক্ট অফিসার বিজয় মোক্তান, বিডিও অরুণ কুমার সর্দার সহ বিশিষ্ট গুণীজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে ভার্চুয়ালি মালদা জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। যার মধ্যে রয়েছে আদিবাসী মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, আদিবাসী উপভোক্তাদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান, আদিবাসী সাংস্কৃতিক দলগুলিকে ধামসা মাদল বিতরণ, মেধাবী আদিবাসী ছাত্র-ছাত্রীদের ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার ২০২৩ প্রদান। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে অন্নদাশঙ্কর সদনে আয়োজিত হয় আদিবাসী সংগীত, বাদ্য ও নৃত্য পরিবেশন, আদিবাসী উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, আদিবাসী ঐতিহ্য পরম্পরা বিষয়ক প্রদর্শনী ‌সহ আদিবাসী সমাজের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের বিবিধ প্রকল্পের সচেতন মূলক প্রদর্শনী।

গোর্খা ন্যাশনাল ইয়ুথ ফ্রন্ট রংবুল ধোতারিয়া ও গোর্খা ন্যাশনাল ইয়ুথ ফ্রন্ট সোনাদা টাউন কমিটির উদ্যোগে আজ বিশ্ব আদিবাসী দিবসের আয়োজন করা হয়। মূলত, গোর্খা উপজাতির সুরক্ষার জন্য এই দিবস পালন করা হয়। এদিন গোর্খা উপজাতির সকলে তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে লোকনৃত্য ও র‌্যালিতে শামিল হন। র‌্যালি শেষে সোনাদা নিউ লাইট ক্লাব হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন লোকনৃত্য ও জাতিগত ভাষার গানও গাওয়া হয়। দার্জিলিং-এর নির্বাচনি এলাকার বিধায়ক নীরজ জিম্বার প্রধান ছাড়াও কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকের জিএনএলএফ নেতৃত্ব এবং কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

no Lease-electricity connection Red Bank tea garden will vote with old fears

মেলেনি লিজ-বিদ্যুৎ সংযোগ, পুরোনো আতঙ্ক নিয়েই ভোট দেবে রেড ব্যাংক

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বাগান খোলার পর প্রায় দু’বছর ঘুরতে চলেছে। এখনও মেলেনি জমির লিজ। জরাজীর্ণ ফ্যাক্টরির সংস্কারের কাজ একটা সময় নতুন উদ্যমে শুরু হলেও...

IPL-2024 | ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ গুজরাটের, ৬৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছাল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ল্যাজেগোবরে হল গুজরাট টাইটানস। আহমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের কাছে লজ্জার হার শুভমন গিলদের। নিজেদের আইপিএল ইতিহাসের এটাই সর্বনিম্ন দলগত...

Viral Video | স্কুটারে বসে বাবা-মা, পাদানিতে দাঁড়িয়ে শিশু! ভাইরাল ভিডিও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুটার (Scooter) চালাচ্ছেন বাবা আর পেছনে বসে রয়েছেন মা। কিন্তু স্কুটারে বসার জায়গা পায়নি শিশু। তাই স্কুটারের পাশে পা রাখার...

Lok sabha election 2024 | শীতলকুচির বুথে থাকবে না সিআইএসএফ, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২১ বিধানসভা নির্বাচনে গুলি চলেছিল শীতলকুচিতে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ গুলি চালিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড়...

Tiktok | আমেরিকার তথ্য চিনে পাচার করত টিকটক! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা (America) সম্পর্কিত বিভিন্ন তথ্য চিনে (China) পাচার করত টিকটক (Tiktok)। মার্কিন সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমনই...

Most Popular