ডিজিটাল ডেস্ক : বিমানবন্দরের বেসরকারিকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই বলে আসছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার তামিলনাড়ু সরকার দাবি তুলেছে, কোনও বিমানবন্দরকে যদি কেন্দ্র বেসরকারি হাতে তুলে দেয়, তাহলে আয়ের ভাগ সংশ্লিষ্ট রাজ্যকেও দেওয়া উচিত। কার্যত তামিলনাড়ু সরকারের মতে, রাজ্য অনেক ক্ষেত্রেই বিনামূল্যে কেন্দ্রের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে বিনা মূল্যে জমি তুলে দেয়। সেক্ষেত্রে জমি লগ্নির মূল্যায়নের ভিত্তিতে এই ভাগ হওয়া উচিত। অন্যদিকে তামিলনাড়ুর স্ট্যালিন সরকারের সঙ্গে ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাঁও এবং ছত্রিশগড়ের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী টি এস সিংহদেও একই মত পোষণ করেছেন। তবে কেন্দ্রীয় সরকার এই মতামতকে কতটা গুরুত্ব দেবে, সেটাই দেখার।
আরও পড়ুন : স্কুলের পাঠ্যক্রম সংস্কার শুরু