খড়িবাড়ি: তরাই অঞ্চলের লুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচাতে খড়িবাড়িতে শুরু হয়েছে দু’দিনব্যাপী তরাই লোকসংস্কৃতি উৎসব (Tarai Folk Culture Festival)। আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট (Raju Bista)। খড়িবাড়ির উড়লাজোত মাঠে অল ইন্ডিয়া কামতা কোচ রাজবংশী মহাসংঘ আয়োজিত এই উৎসবে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য অজয় ওরাওঁ প্রমুখ। লোকসংস্কৃতি উৎসবে সকল জনগোষ্ঠীর পোশাক, ফটো গ্যালারি, বাদ্যযন্ত্র, খাদ্যাভ্যাসের প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে পালাটিয়া গান ছাড়াও বিভিন্ন সংস্কৃতির নৃত্য, সংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। রাজু জানিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের লুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে উজ্জীবিত করতে উদ্যোক্তাদের এই প্রয়াস প্রশংসনীয়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Siliguri News | ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিলিগুড়ি বিধান মার্কেটে আয়োজিত হল ফুলমেলা